মঙ্গলবার ● ৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পাউবো’র সম্পত্তি দখলকারী সেলিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় উচ্ছেদ আবেদনকারীকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি
পাইকগাছায় পাউবো’র সম্পত্তি দখলকারী সেলিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় উচ্ছেদ আবেদনকারীকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি
পাইকগাছার ১৬নং পোল্ডারে অবস্থিত বাইশারাবাদ স্লুইস গেটের খালাসি ঘর ও সরকারি সম্পত্তি জবর দখলকারী সেলিম সরদার গং এর বিরুদ্ধে পতিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় উচ্ছেদ আবেদনে স্বাক্ষরকারী মোঃ আমানুল্লাহ কে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় মোঃ আমানুল্লাহ ৭ আগস্ট শনিবার দখলকারী সেলিম সরদারের নামে থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর- ৩৪৫।
জানা গেছে, পাউবো’র স্লুইস গেটের সরকারি সম্পত্তি মোঃ সেলিম সরদার ও তার পিতার আবু বক্কর সরদার জবর দখল করে বাড়ী ও দোকান ঘর নির্মান পূর্বক ব্যবসা করছে। রাস্তা সংলগ্ন দোকান ঘর নির্মান করায় চলাচলের বিঘœ সৃষ্টি হওয়ায় এলাকার লোকজন এ সরকারি সম্পত্তি দখল মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করে। এ বিষয় নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জবর দখলকারী সেলিম সরদারের গাত্রদাহ ও দৌড় ঝাপ শুরু হয়। ৭ আগস্ট শনিবার বিকালে গণস্বাক্ষরিত উচ্ছেদ আবেদনে স্বাক্ষরকারী আমানউল্লাহকে কঁচুবুনিয়া মসজিদের পাশে দেখা পেয়ে সেলিম সরদার তার লোকজন নিয়ে তার বিরুদ্ধে কেন অভিযোগ করেছে বলে গালিগালাজ করতে থাকে। কথা কাটাকাটির একপর্যায়ে মারতে উদ্যোত হলে তার চিৎকারের পাশের লোকজন এগিয়ে আসে। এ সময় সেলিম তাকে খুন জখমের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে চলে যায়। এ ঘটনায় আমানুল্লাহ সুবিচার পাওয়ায় জন্য থানায় সাধারণ ডায়েরী করেছেন।