মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার বাইশারাবাদ স্লুইস গেটের জায়গা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে পাউবো’র নোটিশ
পাইকগাছার বাইশারাবাদ স্লুইস গেটের জায়গা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে পাউবো’র নোটিশ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছার হুকুম দখলীয় স্লুইস গেটের জায়গায় অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ঘরবাড়ী ও স্থাপনা অপসারণ করার জন্য ৭ দিনের সময় দিয়ে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নোটিশ প্রদান করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রেরিত নোটিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের ১৬নং পোল্ডারে বাইশারাবাদ স্লুইস গেটের হুকুম দখলীয় জায়গায় অবৈধ ভাবে গেইট খালাসির ঘর দখলসহ বসত ঘর ও দোকান ঘর নির্মান করে ৪টি পরিবার ভোগ করছে। যা রাষ্ট্রীয় আইনে দন্ডনীয় অপরাধ। পানি উন্নয়ন বোর্ড থেকে বার বার সতর্ক করার পরও নিষেধ অমান্য করে অবৈধ ভাবে দখলসহ ঘর ও দোকান করে ব্যবসা করায় গত ১১ আগস্ট পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৫৬৯নং স্মারকে মোঃ সেলিম সরদার, পিতা- আবুবক্কর সরদার, ৫৭০নং স্মারকে মোঃ আবুবক্কর সরদার, পিতা- মোঃ ছবেদ সরদার, ৫৭১নং স্মারকে মোঃ ইউসুফ মোড়ল, পিতা- মৃত মেহের আলী মোড়ল ও ৫৭২নং স্মারকে মোঃ আব্দুস সামাদ নায়েব, পিতা- সাহাজুদ্দীন নায়েব দখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। প্রেরিত নোটিশে আগামী ৭ দিনের মধ্যে তাদের কোন বৈধ কাগজপত্র থাকলে অফিসে জানানোর জন্য বলা হয়েছে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রোমিত হোসেন মনি বলেন, বাপাউবো অধিগ্রহণকৃত জায়গা হতে অবৈধ স্থাপন অপসারণ করার জন্য বারবার মৌখিক ভাবে সতর্ক করার পরও নিষেধ অমান্য করায় ৭ দিনের সময় দিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য বলা হয়েছে। তাছাড়া এ পর্যন্ত তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। নির্ধারিত সময়ে মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।