রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হাতুড়ি আঘাতে আহত চিকিৎসাধীন রেনু’র মৃত্যু
পাইকগাছায় হাতুড়ি আঘাতে আহত চিকিৎসাধীন রেনু’র মৃত্যু
পাইকগাছায় তুচ্ছ ঘটনায় হাতুড়ির আঘাতে আহত রেনু বেগম (৫৫) ১মাস পর খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীর বাড়ীতে চড়াও হবার খবর পাওয়া গেছে।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে,গত ১০ আগষ্ট বিকেলে তুচ্ছ বিষয়ে উপজেলার চককাওয়ালী’র আইয়ুব আলী সরদারের বাড়িতে তার স্ত্রী রেনু বেগমের সাথে কথা কাটাকাটি হয় স্থানীয় শুকুর আলী গাইনের। ঝগড়ার এক পর্যায়ে দু’পক্ষই মারামারিতে জড়িয়ে পড়েন। উত্তেজনার মুহুর্তে শুকুর গাইন হাতুড়ি দিয়ে রেনু বেগমের মাথায় আঘাত করে মারাত্মক জখম করেন। এতে তার মাথার তালু ফেটে ক্ষত হয়। প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলাও হয়। রেনুর স্বজনরা জানান,এখানে একমাস চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা শুকুর আলী গাইনের বাড়ীতে চড়াও হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় । এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, রেনু বেগমের মারপিটর ঘটনায় ইতোমধ্যে থানায় একটি মামলা হয়। এ মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুপান্তিত হবে। যা আদালতকে অবহিত করা হয়েছে।