বুধবার ● ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষতায়ন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী
পাইকগাছায় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষতায়ন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প পাইকগাছায় এডভোকেসি নেটওর্য়াক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষতায়নে এডভোকেসি বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ন ইউনিয়ন কারিগরি ও আর্থিক সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশন এর বাস্তবায়নে প্রশিক্ষণের সমাপণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা এডভোকেসি নেটওর্য়াক সদস্য কমিটির সভাপতি জিএমএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। রিসোর্স প্যারসন ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন। প্রশিক্ষণ পরিচালনা করেন, ডিভিশন্যাল ফ্যাসিলিলেটর মোঃ জহির উদ্দিন ও সহকারী মোঃ রিয়াজ মোর্শেদ। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম কচি, বীর মমুক্তিযোদ্ধা আঃ মাজেদ, স্মিতা মন্ডল, নাছিমা আক্তার, এ্যাড. মোজাফ্ফর হাসান, মোঃ নিজাম উদ্দীন, নাজমুল নাহার, সমীরণ মন্ডল, মোঃ আহসান উল্লাহ প্রমূখ। ২৫ সদস্য বিশিষ্ট্য কমিটির প্রশিক্ষণ প্রদান এবং পরিকল্পনা করা হয়। তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য একটা ত্রৈমাসিক কর্মপরিকল্পনা তৈরি করে প্রশিক্ষণের সমাপ্তি হয়।