বৃহস্পতিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » শারদোৎউব উপলক্ষে নড়াইলে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন নেতাদের মতবিনিময়
শারদোৎউব উপলক্ষে নড়াইলে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন নেতাদের মতবিনিময়
ফরহাদ খান, নড়াইল; আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুনের সঙ্গে পূজা উদযাপন নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, সাম্প্রদায়িক-সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে হবে। নিরাপত্তা বজায় রাখতে পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা, সীমানা প্রাচীর তৈরি, পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ পূজামন্ডপে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া কোথাও কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ওসি, জরুরি সেবা ৯৯৯ ফোন অথবা আমাকে (পুলিশ সুপার) অবগত করবেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।
এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান (পিপিএম), জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, সহ-সভাপতি বাবুল সাহা, অসীম কুমার দাস, নিখিল কুমার সরকার, পরীক্ষিত শিকদার, তপন কুমার বিশ্বাস, মলয় কুমার বিশ্বাসসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নিয়েছি। সরকারি নির্দেশনা মেনে পূজামন্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি। ৫০০ শতাধিক পূজামন্ডপে এ বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। কয়েকদিনের মধ্যে সঠিক সংখ্যা জানা যাবে।