শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পূর্ব শত্রুতায় প্রতিপক্ষের মারপিটে ভ্যানচালক সহ আহত ৪
পাইকগাছায় পূর্ব শত্রুতায় প্রতিপক্ষের মারপিটে ভ্যানচালক সহ আহত ৪
পাইকগাছায় ভ্যানচালক বাঁকা চোখে তাকানোর অভিযোগে আলমগীর হোসেন সহ ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয় মান্নান ঠেকাতে আসলে ঘুসিমের দাঁত ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। এলাকার লোকজন তাদেরকে উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ঘটনাটি শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ভ্যান চালক আলমগীর হোসেন (৩৫) জানান, সকালে আমি ভ্যান নিয়ে শ্রীকন্ঠপুর প্রধান রাস্তার পাশে কাদের মিস্ত্রির দোকানে ভ্যান সারাই করছিলাম। এমন সময় আমার মা আলেয়া হত্যা মামলার প্রধান আসামী পথ দিয়ে যাচ্ছিলো। আমি তার দিকে তাকালে সে বলে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিস কেন বলে মারতে উদ্যত হয় এবং কথা কাটা কাটি হয়। পরে আরশাদ বিশ্বাস মোবাইল ফোন করে ১০/১২ জনকে ডেকে আমার উপর আক্রমন করে। এ সময় তাদের লাঠি পিটায় আমি আহত হয়। আমাকে ঠেকাতে গেলে এলাকার সদর উদ্দীন সরদারের ছেলে মান্নান সরদারকে ঘুসি মেরে একটি দাঁত ফেলে দেয় এবং দুটি দাঁত নড়ে যায়। পরে আমগীরের স্ত্রী শারমিন(২৫) ও ইউনুছ সরদারকে পিটিয়ে আহত করে। তাদেরকে উপজেলা হাসপাতালে আনলে কর্ত্যবরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দিয়েছে। এ বিষয় আরশাদ আলী বিশ্বাস জানান, আমি তাকে মারেনি। তবে কে মেরছে আমি জানিনা। আমাকে হয়রানী করার জন্য তার মায়ের হত্যা মামলায় জড়িয়েছে।সে মামলায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে। এ মামলায় আমী খালাশ পাবো।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মারপিটের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তারা যদি অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।