শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » বিশেষ সংবাদ » নিজের পৈতৃকভিটা পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
প্রথম পাতা » বিশেষ সংবাদ » নিজের পৈতৃকভিটা পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
৩০১ বার পঠিত
মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের পৈতৃকভিটা পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

ফরহাদ খান, নড়াইল; ---বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পৈতৃকভিটা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নিজ গ্রাম করফায় আসেন তিনি।

এ সময় সেনাবাহিনী প্রধান বলেন, ২০২৪ সালের জুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হবে। ইতোমধ্যে দুইধাপের কাজ ৭৫ ভাগ শেষ হয়েছে। আগামি জুনে (২০২৩) দুইধাপের কাজ সম্পূর্ণ শেষ হবে। আর তৃতীয়ধাপের কাজ এগিয়ে চলছে। পুরো কাজ শেষ হবে ২০২৪ সালের জুন মাসে।

এদিকে, নিজ গ্রাম করফায় বাবার নামে নির্মাণাধীন ১০ শয্যা বিশিষ্ট ‘অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দীন আহমেদ’ মা ও শিশুকল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সেনাপ্রধানের সহধর্মীনি তার সঙ্গে ছিলেন।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নিজ গ্রামের স্মৃতিচারণ করে আরো বলেন, নিজ এলাকায় লোকসমাগম দেখে ভালো লেগেছে। মানুষের ভালোবাসা ভাগ্যের ব্যাপার। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। মহান আল্লাহর পাকের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই সম্মান দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কতৃজ্ঞতা। তিনি আস্থা রেখেছেন বলেই আমি সেনাপ্রধান। এজন্য মানুষের ভালোবাসা ও সম্মান পাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী যেন মানুষের, দেশের ও সরকারের সঠিক কাজগুলো করে যেতে পারে। শিক্ষা, স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক যে কোনো কাজের সুযোগ পেলে আমরা করব।

এর আগে সেনাপ্রধান রেল সংযোগ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ এবং মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। তিনি মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম পরিদর্শন এবং ‘বীরমুক্তিযোদ্ধা এস এম রোকন উদ্দীন আহমেদ ভবন’ উদ্বোধনসহ বিদ্যালয়ের উন্নয়নে ২০ লাখ টাকা ঘোষণা দেন।

এছাড়া লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে ‘অঙ্কুর’ স্মরণিকার মোড়ক উন্মোচনসহ বিদ্যালয়ের উন্নয়নকল্পে ১৫ লাখ দেয়ার কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে, নড়াইলের করফা গ্রামের সন্তান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আগমনে আনন্দিত নড়াইলবাসী। সেনাপ্রধানকে এক নজর দেখার জন্য ভিড় করেন গ্রামবাসীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ।

নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। এর আগে ২০২২ সালের ৪ জানুয়ারি তিনি পৈতৃকভিটায় আসেন।

এদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নয়টি জেলা রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সংযুক্ত হবে। এই রেলপথ ঢাকা, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর এবং খুলনা জেলাকে রেলপথ নেটওয়ার্কের মাধ্যমে অন্তর্ভূক্ত করবে। প্রকল্পটি ২০১৮ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০২৪ সালের জুনে শেষ হবে। ফলে জাতীয় অর্থনীতিতে আনুমানিক ১ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি ঘটবে। সরকারের জি টু জি প্রকল্পের আওতায় চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে রেল মন্ত্রণালয়ের এই প্রকল্পে ‘চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি’ ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কর্মরত। বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্প পরামর্শকের দায়িত্ব পালন করছে।





বিশেষ সংবাদ এর আরও খবর

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গনে ৪ গ্রামের ভিটে মাটি বিলিন হতে চলেছে পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গনে ৪ গ্রামের ভিটে মাটি বিলিন হতে চলেছে
বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯ দফা নির্দেশনা বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯ দফা নির্দেশনা
বাংলাদেশে ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যে: জাতিসংঘ বাংলাদেশে ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যে: জাতিসংঘ
পেলেন না মুক্তিযোদ্ধার অন্তিম সম্মান; বুদ্ধিজীবী কবরস্থানে স্বামীর কবরে শায়িত মতিয়া চৌধুরী পেলেন না মুক্তিযোদ্ধার অন্তিম সম্মান; বুদ্ধিজীবী কবরস্থানে স্বামীর কবরে শায়িত মতিয়া চৌধুরী
পাইকগাছায় দুর্গা পূজার সাংষ্কৃতিক অনুষ্ঠানে অতিথি না করায় অনুষ্ঠান বন্ধের হুমকি ! পাইকগাছায় দুর্গা পূজার সাংষ্কৃতিক অনুষ্ঠানে অতিথি না করায় অনুষ্ঠান বন্ধের হুমকি !
অস্তিত্ব সংকটে খুলনা বিভাগের ৩৭ নদী অস্তিত্ব সংকটে খুলনা বিভাগের ৩৭ নদী
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘাপটি মেরে থাকা চরমপন্থীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘাপটি মেরে থাকা চরমপন্থীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে
উপজেলা চেয়ারম্যানদের ৭৭ শতাংশই ব্যবসায়ী : সুজন উপজেলা চেয়ারম্যানদের ৭৭ শতাংশই ব্যবসায়ী : সুজন
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নে ডিএসএ’র ব্যবহারে উদ্বেগ যুক্তরাষ্ট্রের বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নে ডিএসএ’র ব্যবহারে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
পাইকগাছায় চিংড়ী খাত ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে চিংড়ী ও মৎস্য খাত রক্ষায় বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় পাইকগাছায় চিংড়ী খাত ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে চিংড়ী ও মৎস্য খাত রক্ষায় বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময়

আর্কাইভ