শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় পুরস্কারের প্রলভনে পড়ে ৩৫ হাজার টাকা খোয়ালো মা ও মেয়ে
পাইকগাছায় পুরস্কারের প্রলভনে পড়ে ৩৫ হাজার টাকা খোয়ালো মা ও মেয়ে
পাইকগাছায় পুরস্কারের প্রলভনে পড়ে ৩৫ হাজার টাকা খোয়ালো মা ও মেয়ে
নিজস্ব প্রতিনিধি ॥
পাইকগাছায় পুরস্কারের প্রলভনে পড়ে বিকাশে টাকা দিয়ে ৩৫ হাজার টাকা খোয়ালো মা ও মেয়ে। বিকাশ এজেন্টকে টাকা পরিশোধ না করায় মা ও মেয়েকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে, হত শুক্রবার জুম্মা নামাজের কিছুক্ষণ আগে উপজেলার নতুন বাজারে বিকাশ এজেন্ট রিপোন হোসেনের কাছ থেকে বান্দিকাটী গ্রামের মিনারা বেগম ও তার মেয়ে সুমা খাতুন ৩৫ হাজার ৭শ টাকা ২টি নম্বরে প্রেরণ করে। পরে বিকাশ এজেন্ট রিপোনকে টাকা দিতে না পারলে সে স্থানীয় বাজার কমিটির সভাপতিকে জানায় এবং পরে থানা পুলিশ মা ও মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়। মিনারা বেগম বান্দিকাটী গ্রামের শহিদুল এর স্ত্রী এবং তার মেয়ে সুমা ক্লাস ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। মিনারা বেগম ও সুমা জানায়, কয়েকদিন ধরে সুমার সাথে একটি প্রতারণার চক্র জানায় তাদের মোবাইলে ৩ লাখ টাকা পুরস্কার বেধেছে এর জন্য ৩৫ হাজার টাকা বিকাশ করতে হবে এবং এ কথা কারো কাছে বা বিকাশ এজেন্টের কাছে গিয়ে বললে তারা এ টাকা আত্মসাত করে নিবে। তাদের পুরস্কারের ৩ লাখ টাকা সোনালী ব্যাংকের একাউন্টে জমা হবে সেখান থেকে তারা টাকা তুলে নিতে পারবে। এই লোভে পড়ে হতদরিদ্র পরিবারের মা ও মেয়ে বিকাশ এজেন্ট থেকে প্রতারক চক্রের মোবাইলে টাকা প্রেরণ করে। এ ব্যাপারে বিকাশ এজেন্ট রিপোন জানায়, মিনারা বেগমের ছেলে হাসপাতালে ভর্তি আছে তাড়া তাড়ি টাকা না পাঠালে তার অপারেশন হবে না। টাকা দিচ্ছি বলে টাকা পাঠানোর পরে মিনারা বেগম টাকা দিতে পারেনি, কারণ তার কাছে কোনো টাকা ছিলো না। পুরস্কারের টাকা থেকে বিকাশের টাকা শোধ করবে এই আশায় মিনারা ও মেয়ে সুমা ৩৫ হাজার ৭শ টাকা খোয়া গেছে। এদিকে থানা পুলিশের হাতে আটক শহিদুল তার স্ত্রী মিনারা ও মেয়ে সুমা খাতুন বিকাশ এজেন্টকে টাকা পরিশোধ করবে বলে এক দিনের সময় দিয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানাগেছে।