সোমবার ● ৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের মৎস্য ঘের জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের মৎস্য ঘের জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
পাইকগাছায় জমির মালিকদের নিকট থেকে মৎস্য ঘের ইজারা নিয়ে অবৈধভাবে ৩৫ বিঘা জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। পাইকগাছা প্রেসক্লাবে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন জমির মালিকগনের পক্ষে সোলাদানা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মৃত মনোজিত সরদারের পুত্র উজ্জ্বল কান্তি সরদার। লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের খাটুয়ামারী গ্রামের রুহুলামিন সরদার, কালাম সরদার ভূমিদস্যু, অবৈধ দখলবাজ ও হামলা-মামলাবাজ। তাদের নিকট থেকে মৎস্য ঘেরের ইজারা চুক্তি নিয়ে জমি অবৈধভাবে দখলে রেখেছে। তাদের লীজ চুক্তির মেয়াদ শেষ হলে তারা জমিতে পেশি শক্তি ও ক্ষমতা বলে তাদের রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখলে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন তারা পৈত্রিক ও ওয়ারেশ সুত্রে মালিক। তাদের নামে বর্তমান জরিপে গেজেট প্রকাশিত হয়েছে। এ জমি ভিপি জমি তালিকা ভুক্ত হলেও সরকারের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় দেওনী আদালত ভিপি তালিকা অবৈধ ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেন। এ বিষয় বিভিন্ন দপ্তরে একাধিকবার শালিসি বৈঠক হলেও কালাম সরদার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার নিজিস্ব ক্ষমতাবলে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক অবৈধ দখলে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। তারা জমির মালিকরা স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।