সোমবার ● ১৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে ৩ মণ হরিণের মাংস উদ্ধার, আটক ১
সুন্দরবনে ৩ মণ হরিণের মাংস উদ্ধার, আটক ১
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ সুন্দরবনের আন্ধার মানিক নদী থেকে তিন মণ হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় শাহ আলম নামে এক শিকারিকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে মাংসসহ তাকে আটক করা হয়।
কোস্টগার্ড সুত্রে জানা যায়, সকালে নিয়মিত টহলের সময় সুন্দরবনের খুলনা রেঞ্জের আন্ধারমানিক নদীতে একটি নৌকায় তল্লাশি করে প্রায় ১২০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় শাহ আলম নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। নৌকায় থাকা অন্য শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গহীন বনে পালিয়ে যায়। তাদের ধরার চেষ্টা চলছে। উদ্ধার করা মাংস ও আটক ব্যক্তিকে বনবিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যমা প্রসাদ জানান, আটক ব্যাক্তির নামে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।