রবিবার ● ২৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পারিবারিক জমি’র বিরোধে মারপিটে আহত-১১; গ্রেপ্তার-২
পাইকগাছায় পারিবারিক জমি’র বিরোধে মারপিটে আহত-১১; গ্রেপ্তার-২
পাইকগাছা’র চাঁদখালীতে ঈদের দিন দু’পক্ষের মারপিটে নারী-শিশু বৃদ্ধসহ ১১ জন আহত হয়েছে। শুক্রবার রাতে দু’পক্ষের আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে ৪ জনের শারিরিক অবস্থার অবনতি ঘটলে খুমেক হাসপাতালে পাঠানো হয়। জানাগেছে,ভাই-ভাইয়ের পারিবারিক জমির বিরোধে কমলাপুরে এ মারপিটের ঘটনা ঘটেছে। পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছেন। আহতরা হলো কমলাপুরের মৃতঃ,আতাহার সরদারের ছেলে জবেদ আলী সরদার ( ৬৫) তার ছেলে হারুন (৪০) জিহাদ আলীর ছেলে-বৌমা বেল্লাল (৩৫) ও হালিমা(৩২) দম্পত্তি,আযম আলীর স্ত্রী পারুল (৩০), আতার সরদারের ছেলে সুজাত সরদার (৬৫), ওবায়দুল সানার দু’ছেলে যুবরাজ ( ২২) ও দিপু সানা( ১৪) ও প্রতিপক্ষের মৃতঃ জাফর সরদারের ছেলে জুলফিকার (৫৫) , মোশাররফ হোসেন (৫০) ও তার ছেলে আরাফাত (২২)। আহতদের কারোর মাথা,নাখ-মুখ ও ঠোট,হাত-পা রক্তাক্ত জখম হয়েছে । এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য সুজাত, যুবরাজ, দিপু ও মোশাররফ সরদারকে খুলনা ২৫০ শর্য্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জবেদ আলী সরদার জানান,বিগত ৩০ বছর পুর্বে ৪ ভাইয়ের নামে ভিটেবাড়ীর ২৮ শতক জমি ক্রয় করা হয়। ৩ ভাইয়ের সিদ্ধান্তমতে এ জমিতে ছোট ভাই সুজাতকে বসবাস করার সুযোগ দেয়া হয়। ভাইরা সকলে শান্তিতে ছিলাম। কিন্তু ৩ বছর পুর্বে বড় ভাই জাফর আলী সরদারের মৃত্যু হলে অশান্তি শুরু হয়। তার ছেলে নুরুল, জুলফিকার, মোশাররফ গংরা পুর্বের বাপ-চাচাদের সিদ্ধান্ত উপেক্ষাকরে এ জমিতে দখলে যাওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে গত কার্তিক মাসে তারা এ জমির দখল নেয়। জবেদ আলী অভিযোগ করেণ কোন পরিমাপ ছাড়া ঈদের দিন সন্ধ্যার পুর্বে জুলফিকার গংরা আমাদের দখলীয় জমির উপর ড্রেন ও ঘর নির্মান করতে গেলে বাঁধা দেওয়া হয়। এ সময় জুলফিকার, আরিফুল,নুরুল,রুহুল গংরা পরিকল্পিত ভাবে দা-শাবল ও লাঠিসোটা নিয়ে হামলা ও মারপিট করে আমাদের মাথা নাখ-মুখ, ঠোট ফাঁটিয়ে জখম করে। সংঘর্ষে প্রতিপক্ষের জফর সরদারের দু’ ছেলে জুলফিকার ও মোশাররফ হোসেনও জখম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের এ ঘটনায় ঈদের দিন বাড়ীতে আসা উভয়পক্ষের আত্মীয় স্বজনরা মারপিটে জড়িয়ে পড়েন।
এদিকে পুলিশ মারপিটে জড়িত মোশাররফ সরদারের ছেলে আরিফুল (২০) ও জুলফিকারের ছেলে মোঃ সুফার সরদারকে আটক করেছেন। তবে চাচাদের অভিযোগ সম্পর্কে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলফিকার অভিযোগ ছিল চাচা ও তাদের আত্মীয়রা আমাদের মারপিট করে আহত করেন। কিন্তু রবিবার সকালে তাকে আর হাসপাতালে দেখা জায়নি। এদিকে এ ঘটনায় থানায় মামলার তথ্য দিয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে ২ বক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলচ্ছে।