বৃহস্পতিবার ● ২৫ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোবাইল চুরির ঘটনায় খুন জখমের হুমকি দেওয়ায় থানায় জিডি
পাইকগাছায় মোবাইল চুরির ঘটনায় খুন জখমের হুমকি দেওয়ায় থানায় জিডি
পাইকগাছায় মোবাইল চুরি সংক্রান্ত বিরোধে গোবিন্দ সরকারকে খুন জখমের হুমকি দেওয়ায় রুবেল সরকার ও সান্টু গাজীর নামে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে। সাধারণ ডায়েরী ও বাদী গোবিন্দ সরকার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষাল গ্রামের মৃত বিজয় সরকারের পুত্র গোবিন্দ সরকারের মেয়ে পায়ের সরকারের মোবাইল ফোন ঘরের জানালা দিয়ে চুরি করে নেওয়ার সময় দেখতে পেয়ে সে চিৎকার দিলে চোর ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় গোবিন্দ সরকার ও তার প্রতিবেশীরা রুবেল সরকারকে দৌড়ে যেতে দেখে রুবেল ফোন নিয়েছে বলে তাদের সন্দেহ হয়।রুবেল একই গ্রামের ভরত সরকারের পুত্র। এ ফোন চুরির ঘটনায় উভয়ের মধ্যে চমর বিরোধ সৃষ্টি হয়। ২২ মে সোমবার মঠবাটি দোকানের সামনে গোবিন্দ সরকার এর সাথে মোবাইল চুরি সংক্রান্ত বিষয় নিয়ে রুবেল সরকার ও ছান্টু গাজীর তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের একপর্যায়ে রুবেল ও সান্টু গাজী গোবিন্দ সরকারকে খুন জখন ও প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় গোবিন্দ সরকার তার বড় ধরনের কোন ক্ষতি করতে পারে এ আশংকায় ২৪ মে বুধবার পাইকগাছা থানায় রুবেল সরকার ও সান্টু গাজীর নামে থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার জি.ডি নম্বর- ১২০৪।