রবিবার ● ২৫ জুন ২০২৩
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১১০ কেজি অবৈধ চিংড়ি পাচারকালে মটর সাইকেল সহ ২জন গ্রেফতার
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১১০ কেজি অবৈধ চিংড়ি পাচারকালে মটর সাইকেল সহ ২জন গ্রেফতার
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শাকবাড়ীয়া বন টহল ফাঁড়ীর সদস্যরা ও কমিউনিটি পেট্রোলিং গ্রূপ (সিপিজি) এর যৌথ অভিযানে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১১০ কেজি অবৈধ চিংড়ি মাছ পাচারকালে ২ জনকে গ্রেফতার করেছে ।
এ সময় তাদের নিকট থেকে ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়। জানা গেছে ২৫ জুন সকাল ৭ টার দিকে শাকবাড়ীয়া বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাব্বুনিয়া এলাকা হতে এ সকল অবৈধ চিংড়ি মাছ, মোটরসাইকেল সহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার জোড়শিং গ্রামের আলী বকস গাজীর পুত্র সুজাউদ্দিন (৩৫) ও সিরাজুল মোড়লের পুত্র জোবায়ের মোড়ল (২৩)। অভিযানকালে উপস্থিত ছিলেন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ীর স্টাফ শিকদার মোস্তাফিজুর রহমান, অদুত মোল্যা ও আবেদুল ইসলাম।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।