রবিবার ● ৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » পাইকগাছায় পরিবেশ বান্ধব ইউনি ব্লক পদ্ধতিতে রাস্তা নির্মাণ কাজ শরু
পাইকগাছায় পরিবেশ বান্ধব ইউনি ব্লক পদ্ধতিতে রাস্তা নির্মাণ কাজ শরু
প্রকাশ ঘোষ বিধান ; এই প্রথম পাইকগাছায় পরিবেশ বান্ধব টেকসই কংক্রিট দিয়ে (ইউনি ব্লক) পদ্ধতিতে রাস্তা নির্মাণ কাজ শরু হয়েছে। সম্প্রতি এ পদ্ধতিতে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ফাম হতে উত্তর দিকে হিতামপুর সাধু পাড়া পযন্ত ৪৩১ মিটার দৈর্ঘ ও ২.৭ মিটার প্রস্ত রাস্তার নির্মাণ শুরু করেছে এলজিইডি। নির্মাণ চুক্তি মূল্য ২৭ লাখ ৪৯ হাজার ৫১২ টাকা।
তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো পাইকগাছায় বিটুমিনাস এবং সাধারণ ইটের সড়কের পরিবর্তে বালু এবং পাথরের তৈরী পরিবেশবান্ধব ইউনি ব্লক দিয়ে সড়ক তৈরি কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পরিবেশবন্ধব এসব ইউনি ব্লকের ব্যবহার বাড়লে ইটের ব্যবহার বন্ধ হবে এবং দেশের আবাদি জমি রক্ষা পাবে, পরিবেশ দূষণ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার গদাইপুর ইউনিয়নের এই রাস্তায় ইউনি ব্লক দিয়ে রাস্ত নির্মাণ করছে ঠিকাদার আ: সামাদ তবে এর রাস্তার কাজ পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মো: আলাউদ্দিন গাজী। রাস্তায় খাজ কাটা পরিবেশ বান্ধব কংক্রিট রাস্তার কাজ শুরু হয়েছে। এসময় ঠিকাদার আ: সামাদের সঙ্গে কথা হয়।এই প্রথম ইউনি ব্লক দিয়ে তারা পাইকগাছায় রাস্তা নির্মাণ করছে। তারা আশা করছে কারপেটিং এর রাস্তার চেয়ে এই রাস্তা টেকসই হবে।
স্থানীয় বাবু নামের এক ব্যক্তি বলেন, এই প্রথম কারপের্টিং এর বদলে খাজকাটা সিমেন্টে ইট দিয়ে রাস্তা নির্মাণ কাজ দেখলাম।মনে হচ্ছে এই রাস্তা অন্য রাস্তার চেয়ে টেকসই হবে।
পাইকগাছা উপজেলা প্রকৌশলী মো: হাফিজুর রহমান বলেন, এই প্রথম পাইকগাছায় ইউনি ব্লক পদ্ধতিতে এই রাস্তা নির্মাণ প্রকল্প নিয়ে এসেছি। এই প্রকল্পের আওতায় সদর উপজেলার গদাইপুর ইউনিয়নে ৪৩১ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। ইউনি ব্লক দিয়ে সড়ক তৈরি কাজ সঠিক ভাবে বুঝে নেয়া হবে ঠিকাদারের কাছ থেকে। তিনি আরও বলেন, আশা করা যাচ্ছে এই পদ্ধতিতে তৈরি রাস্তা অন্যান্য রাস্তার চেয়ে অনেক বেশি টেকসই হবে।