শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

SW News24
বুধবার ● ১২ জুলাই ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » সাতক্ষীরা পৌর এলাকায় সকল নাগরিকদের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী
প্রথম পাতা » আঞ্চলিক » সাতক্ষীরা পৌর এলাকায় সকল নাগরিকদের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী
১৭৮ বার পঠিত
বুধবার ● ১২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরা পৌর এলাকায় সকল নাগরিকদের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী

 

 প্রেস বিজ্ঞপ্তি ;---

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার এবং রাস্তাঘাট-ড্রেনেজসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে বুধবার (১২ জুলাই ২০২৩সকাল ১০টায় পৌরসভার সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এবং জেলা জলবাযু অধিপরামর্শ ফোরাম । গণঅবস্থান থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং ৩০ জুলাই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। 

জেলা নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন এবং কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহবায়ক এডশেখ আজাদ হোসেন বেলাল। 

 

গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদবীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারএ্যাডআবুল কালাম আজাদসুধাংশু শেখর সরকারশেখ ওবায়দুস সুলতান বাবলু,  সাবেক পিপি এ্যাডওসমান গনিশেখ সিদ্দিকুর রহমানইদ্রিস আলীকাজী আকতার হোসেনআবুল হোসেনহাসান ইমামনিত্যানন্দ সরকারমুনসুর রহমানআবু তালেবআব্দুস সামাদআদিত্য মল্লিকআব্দুস সাত্তারমো.আব্দুল্লাহকামরুজ্জামান কামুগৌরপদ দাসলিডার্স  কর্মী সুলতা সাহাবায়জিত হোসেন প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন আলী নুর খান বাবলু।

 

বক্তারা বলেনকোন পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির বিল চারগুন বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভার মেয়রভারপ্রাপ্ত মেয়রসহ পৌর পরিষদের সাথে একাধিকবার আলাপ-আলোচনাকালে অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের দাবী জানানো হয়। পৌর মেয়র নিজেও অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের আশ্বাস দেন। কিন্তু অদ্যবধি বিল প্রত্যাহার করা হয়নি। 

 

বক্তারা আরো বলেনবাংলাদেশের মধ্যে সাতক্ষীরাই একমাত্র পৌরসভাযেখানে আগে নিউমার্কেট ছিল এখন নেই। আগে পাবলিক অডিটরিয়াম ছিল এখন নেই। আগে পৌর মিলনায়তন ছিল এখন নেই। আগে শিশু পার্ক ছিল এখন নেই। আগে রাস্তায় ঝাড়দার ছিল এখন নেই। আগে রাস্তার পাশে ফুটপাথ না থাকলেও সাধারণের চলাচলের পরিবেশ ছিল এখন নেই। আগে সুলতানপুর বড়বাজারে তরিতরকারী ব্যবসায়ীদের বসার জায়গা ছিল এখন নেই। তারা এখন রাস্তায় বসে। ইটাগাছা সান্ধ্য হাটের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। শহিদ আব্দুর রাজ্জাক পার্ক দখল করে সেখানে কমপক্ষে ১০টি অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সেখানে অবসর বিনোদনের কোন পরিবেশ নেই। বিভিন্ন এলাকায় আগে পাবলিক টয়লেট থাকলেও এখন তার অধিকাংশই নেই। আগে ডাসবিন ছিল এখন নেই। রাস্তার পাশে পাকা পানির ট্যাপ ছিল এখন নেই। আগে রাস্তাঘাট ছিল এখন তার ছাল-চামড়া নেই। যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক দাড়ানোর জায়গা নেই। নতুন নতুন এলাকায় আবাসন গড়ে উঠলেও সেখানে যাতায়াতের কোন রাস্তাঘাট নেই। প্রাণ সায়র খালের প্রাণ নেই। দশ বছর পূর্বে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মিত হলেও শহরের সাথে যুক্ত লিঙ্ক রোডগুলো উপযোগী করে গড়ে না তোলার কোন উদ্যোগ নেই। শহরের যানজট নিরসনে প্রধান সড়কের সাথে অন্যান্য সড়কগুলোর পর্যাপ্ত লিঙ্ক রোড নির্মাণের উদ্যোগ নেই। 

বক্তারা আরো বলেনসাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানি আগে শুধু ব্যবহার উপযোগীই ছিল নাতা শহরের লোকজন ছাড়াও ভ্যান-পিকআপ-ট্রাকযোগে বিভিন্ন এলাকায় নিয়ে যেয়ে মানুষ পান করতো। কিন্তু এখন যে পানি সরবরাহ করা হয় তা পান করাতো দুরের কথা ব্যবহার উপযোগী নয়। অধিকাংশ গ্রাহক নিয়মিত পানি পান না। যেকারনে আগে পানির ১৬ হাজার গ্রাহক থাকলেও এখন তা কমে ১০ হাজারে এসে দাড়িয়েছে। 

বক্তারা পৌরসভার সকল সমস্যা সমাধানে এবং বর্ধিত পানির বিল প্রত্যাহারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 





আঞ্চলিক এর আরও খবর

বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করল পাইকগাছা পুলিশ বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করল পাইকগাছা পুলিশ
খুলনা নগরীর বিভিন্ন রাস্তার মোড় ও সড়কের নির্মাণ-সৌন্দর্যবর্ধন কাজের গতি আনতে করণীয় বিষয়ক সভা খুলনা নগরীর বিভিন্ন রাস্তার মোড় ও সড়কের নির্মাণ-সৌন্দর্যবর্ধন কাজের গতি আনতে করণীয় বিষয়ক সভা
সাগরে মাছ আহরণে নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি, সচেতনতা ও টাস্কফোর্স কমিটির সভা সাগরে মাছ আহরণে নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি, সচেতনতা ও টাস্কফোর্স কমিটির সভা
লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
মাগুরায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত মাগুরায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায়  নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা মাগুরায় নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
মাগুরায় আধুনিক ও দৃষ্টিনন্দন  আল-মু’মিন মসজিদের উদ্বোধন মাগুরায় আধুনিক ও দৃষ্টিনন্দন আল-মু’মিন মসজিদের উদ্বোধন
৮০০ মিটার রাস্তার জন্য ভোগান্তিতে দশ হাজার পৌরবাসী ৮০০ মিটার রাস্তার জন্য ভোগান্তিতে দশ হাজার পৌরবাসী
পাইকগাছায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা পাইকগাছায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

আর্কাইভ