বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » পোড়ে বুক
পোড়ে বুক
প্রকাশ ঘোষ বিধান ;
নক্ষত্র ভরা আকাশ দেখে
হৃদয়ে পিনিক জ্বলে
বৃক্ষমাথায় বেড়ে ওঠা লতা
উড়বে ডানা মেলে।
মন চলে দুরে দুরে
শব্দের ভাংগা হাহাকার
ঈশ্বাকাতর পোড়া বুকে
তুমি করো চিৎকার।
ক্ষোভে বুক হিংসায় জ্বলে
চোখে তোমার আগুন
উত্তাল সমুদ্র্রে বিক্ষুব্ধ ঢেউয়ে
আমি খুজি ফাগুন।