রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দোকানে চুরি, বড় ভাইয়ের পর ছোট ভাই চেতনা নাশকে হাসপাতালে; অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেপ্তার
পাইকগাছায় দোকানে চুরি, বড় ভাইয়ের পর ছোট ভাই চেতনা নাশকে হাসপাতালে; অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেপ্তার
পাইকগাছা পৌর বাজারের প্রানকেন্দ্র কার্তিক দেবনাথের পাইকগাছা বস্ত্রালয়ে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। দোকান কর্মচারীরা বলছেন, শনিবার রাতে ক্রয়-বিক্রয় করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রবিবার সকালে দোকানে এসে দেখি সার্টারের কান কেটে তালা ভেঙ্গে দুর্বৃত্তরা কাপড় ক্রয়ের জন্য ব্যাংকে টিটি করার ৮০ হাজার টাকা ও দু’দিনর ক্রয়-বিক্রয়ের টাকাসহ দামি কাপড়-চোপড় চুরি করে নিয়ে গেছে । খবর পেয়ে থানার ওসি ( তদন্ত) তুষার কান্তি দাশসহ বাজার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন। স্থানীয়দের অভিমত বাজারে রাত্রিকালে ডি্উটির দুর্বলতা ও সিসি ক্যামেরার স্থাপনের পুলিশের নির্দেশনা উপেক্ষা করায় এমন ঘটনা ঘটেছে।
এদিকে রাড়ুলীতে চেতনা নাশক প্রয়োগে ৪ সদস্যকে অজ্ঞান করে অর্থ-সম্পদ চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে,যার নং-১২। রাড়ুলীর সাবেক চেয়ারম্যান প্রয়াত এস ওয়াজেদ আলীর ছেলে এস ওয়াহিদুর রহমান বাদী হয়ে ৮ সেপ্টেম্বর অজ্ঞাতদের এ মামলাটি করেছেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে মৌখালী বাজার থেকে অজ্ঞান পার্টির হোতা ফেরদৌস ঢালী (৫৫)কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সে চাঁদখালী ইউপি’র মৌখালীর মৃতঃ ইউসুফ ঢালীর ছেলে। মামলা তদন্ত কর্মকর্তা রাড়ুলী ক্যাম্প পুলিশের আইসি এসআই ইমরান হোসেন জানান, রবিবার ফেরদৌসকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে শুক্রবার রাতে উপজেলার গদাইপুরে পৌর কর্মকর্তা বিকাশ ঘোষ রাতে ঘুমিয়ে পড়লে অজ্ঞান পার্টির স্প্রে সে জ্ঞান হারালে দুর্বত্তরা টাকা-স্বর্নালঙ্কার চুরি করে নিয়ে যায়। সে এখন সুস্থ্য হয়েছেন।তবে পরের রাতে তার ছোট ভাই তপন ঘোষের ঘরে চেতনা নাশক প্রয়োগ করায তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোরেরা ঘরে ঢুকতে পারেনি। সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, অজ্ঞান পার্টির মূলহোতা ফরদৌস ঢালীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্যমতে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার চেষ্টা আব্যাহতের কথা বলেন তিনি।