মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষক-কৃষানীদের প্রশিক্ষন
পাইকগাছায় কৃষক-কৃষানীদের প্রশিক্ষন
পাইকগাছায় কৃষি প্রশিক্ষনে দেশের আধুনিক ও রপ্তানিমুখী কৃষি খাতকে সম্মলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে কৃষক-কৃষানীদের প্রতি আহবান জানান সংশ্লিষ্ট কৃষি বিভাগের পদস্থ কর্মকর্তারা। ১২ সেপ্টেম্বর উপজেলা কৃষক প্রষিক্ষন কেন্দ্রে কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত “ক্লাইমেন্ট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন “প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষনের খুলনা খামারবাড়ির উচ্চ পদস্থ কৃষিবিদরা এ আহবান জানান। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ঘোষনা কোন পতিত জমি ফেলে রাখা যাবেনা এ ঘোষনা কার্যকর করতে প্রশিক্ষনে কর্মকর্তারা সকলের প্রতি অনুরোধ করেন। আরও বলেন, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে খাদ্য সংকট দেখা দিলেও বাংলাদেশে কোন খাদ্য সংকট নেই। সকাল ৯ টায় প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিঃ,উপ-পরিচালক মহাদেব চন্দ্র সানা(,উদ্যান) এস এম মিজান মাহমুদ ( পিপি), জেলা প্রশিক্ষন অফিসার জাকিয়া সুলতানা,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মনিরুল হুদা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইনামূল হক সহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। প্রশিক্ষন শেষে কৃষি বিভাগ থেকে ৬০ জন কৃষক-কৃষানীকে উন্নত জাতের বিদেশী লেবুর চারা বিতরন করা হয়।