রবিবার ● ১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » খুলনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মিলন সরকার
খুলনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মিলন সরকার
খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ উপজেলার গুন্ডি পেরিয়ে খুলনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার সাফল্য অর্জন করেছেন। তিনি তার একান্ত নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে এবার উপজেলা পেরিয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির ফলাফলে তাকে ৫ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচন এবং জেলা প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির ফলাফলে তাকে ২১ সেপ্টেম্বর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত করেন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হওয়ায় পাইকগাছা উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো এবং সেই সাথে বিভাগীয় পর্যায়ে সফলতার জন্য দোয়া কামনা করা হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে মিলন সরকার বলেন, এ সাফল্য আমার একার না। এ সাফল্য আমার পরিবারের। এ সফলতা আমার সকল শিক্ষাগুরুর, এ সফলতা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বিদ্যালয়ের সকলের প্রতি, পাইকগাছা প্রাথমিক শিক্ষা পরিবার ও উপজেলার নিয়োগ কমিটির প্রতি এবং জেলা প্রাথমিক শিক্ষা পরিবার ও পরীক্ষা যাচাই-বাছাই কমিটি সহ শুভাকাঙখীদের প্রতি। তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম সহ বিদ্যালয় কমিটির সদস্যদের। যাদের অনুপ্রেরণায় তার এই অর্জন আগামীতে সকলের সহযোগিতায় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন সহযোদ্ধা হিসেবে শিক্ষার্থীদের স্মার্ট আধুনিক জ্ঞান সম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন। উল্লেখ্য, মিলন সরকার পাইকগাছা উপজেলার দেলুটি গ্রামের দরিদ্র ঘরে ১৯৮৩ সালের ৬ মার্চ জন্মগ্রহণ করেন। পিতা বিনয় কৃষ্ণ সরকার একজন কৃষক ও মাতা কবিতা রানি সরকার গৃহিণী। দরিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েও পিতা জনখেটে মিলন সহ আর দুই ভাইঢবোনকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। মিলন সরকার সকল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ পেয়ে দারুণমল্লিক ডি.এইচ.কে. মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বটিয়াঘাটা কলেজ থেকে এইচএসসি, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালে ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনারে প্রশিক্ষণ নেন। তিনি আরও বলেন, এ অর্জন আমি সকল শিক্ষকদের মধ্যে উৎসর্গ করলাম এবং নিষ্ঠা ও সততার সাথে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করব বলে জানান।