মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জ্বালানি তেল ওজনে কম দেয়ায় দু্ই প্র্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা
পাইকগাছায় জ্বালানি তেল ওজনে কম দেয়ায় দু্ই প্র্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা
পাইকগাছায় জ্বালানি তেল ওজনে কম দেয়ায় দুই প্র্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
এসময় আসিফ ফিলিং স্টেশনে প্র্র্রতি ১০ লিটারে ৫২০ মিলি পেট্রোল কম দেওয়ার অপরাধে৮০ হাজার টাকা জরিমনা ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে প্র্রতি ১০ লিটার ডিজেলে ৪৫০ মিলি কম দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমনা করেন। এ বিষয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন জানান, নিয়মিত বাজার ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্তিত ছিলেন, খুলনা বিএসটিআই খুলনার পরিদর্শক মো: রাকিব ইসলাম ও পেশকার মোহাম্মদ ইব্র্রাহিমসহ সঙ্গীয় ফোর্স।