মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » শফি গাজীর বিরুদ্ধে পাইকগাছা আদালতে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলা ; শমন জারি
শফি গাজীর বিরুদ্ধে পাইকগাছা আদালতে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলা ; শমন জারি
পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ শফি গাজীর বিরুদ্ধে ৫ অক্টোবর প্রতারণার মামলা হয়েছে। মামলা নং-১৪১০/২০২৩। ধারায় মামলা ৪০৬-৪২০ ও ৫০৬(২)। আদালত মামলাটি আমলে নিয়ে সফি গাজী কে শমন জারি করেছেন।
মামলা সূত্রে জানা গেছে,উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী গ্রামের মৃত হান্নান গাজীর পুত্র ভাটা মালিক গাজী মোহাম্মদ আব্দুল আলিম এর চাঁদখালী ইউপির ধামরাইল গ্রামে এসএবি নামক একটি ইটভাটায় ২০% শেয়ার হোল্ডার রয়েছে। মামলায় বাদী গাজী মোঃ আব্দুল আলীম মামলায় উল্লেখ করেন, বিবাদী সফি গাজীর সাথে পূর্ব পরিচিত এবং উভয়ের মধ্যে সুসম্পর্ক ও বিশ্বস্হতা সুবাদে আলীম গাজী উল্লেখিত ভাটাটি সফি গাজী এস এ বি ইট ভাটা পরিচালনা করার জন্য ইজারা দেন ও ইট ভাটা ইজারা ঘোষনা পত্রে চুক্তিবদ্ধ হন। তবে সফি হাজী ইট ভাটা ইজারা ঘোষনা পত্রের শর্ত ভঙ্গ করায় আলীম গাজী বিবাদী সফি গাজীকে দেওয়া ইজারা পত্রটি গত ৬ আগস্ট ২০২৩ তারিখ ২৮৪ নং এভিডেভিড মূলে বাতিল ঘোষনা করেন। বাদী আলীম গাজী সফি গাজীর নিকট নিকট এক লক্ষ দুই হাজার টাকা ইট ভাটা সম্পত্তির হারী বাবদ পাইবেন। আরো উল্লেখ করেন, ২০২২ সালে ভাটায় লভ্যাংশ হয় ছত্তিশ লক্ষ টাকা যাহার ২০% এ আলীম গাজী সাত লক্ষ বিশ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও সফি গাজী, বাদী আলীম গাজী কে মাত্র দুই লক্ষ বত্তিশ হাজার টাকা খতিয়ান খাতায় জমা করে দেন। বাকি চার লক্ষ আটাশি হাজার টাকা পাওনা থাকে। সে হিসেবে বাদী আলীম গাজী বিবাদী সফি গাজীর নিকট সর্বমোট পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাইবেন মর্মে উল্লেখ করেন। উক্ত টাকা বাদী সফি গাজীর নিকট চাহিলে বিবাদী সফি গাজী আজ কাল পরশু বলিয়া তালবাহানা করে সময় ক্ষেপন করেন। যাহা প্রতারণা ও বিশ্বাস ভঙের শামিল। পরবর্তীতে বাদী আলীম গাজী লিগ্যাল নোটিশ প্রদান করলে সফি গাজী গত ১৬ আগস্ট ২০২৩ তারিখে লিগ্যাল নোটিশে আংশিক টাকার কথা স্বীকার করিয়া মিথ্যা বর্ননায় মন উক্তিতে জবাব প্রদান করেন। মামলায় আরো উল্লেখ করেন, সফি গাজী বাদী আলীম গাজীর সাথে টাকা নিয়ে ও ওয়াদা ভঙ্গ করিয়া বাদী আলীম গাজীকে আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ করিয়াছেন। বাদির পাওনা টাকা না দিয়া আত্মাসাত করিয়া প্রতারণা ও বিশ্বাস ভঙের অপরাধ করিয়াছেন। সে মোতাবেক বিবাদী সফি গাজী উপরোক্ত কর্মকান্ড করিয়া দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২) ধারার অপরাধ করার অপরাধে বাদী আলীম গাজী, সফি গাজীর বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মামলা নং-সিআর ১৪১০/২০২৩। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী সফি গাজীকে শমন জারি করেছেন।