শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » দেবী বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » দেবী বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি
২০০ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেবী বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি



অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ ---সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। অশুভ শক্তিকে শোধনের মাধ্যমে দেবী দুর্গার ঘোটকে আগমন ঘটে এবং বিজয় দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হয়। আজ মহা বিজয় দশমী। দূর্গাদেবীর দশমী বিহিত পূজা শেষে অঞ্জলি প্রদান করা হয়। দশমী মানে ঘরের মেয়ে ঊমার বিদায় বেলা। তাই হাজারো মন খারাপের মধ্য দিয়ে সিঁদুর খেলা ও মিষ্টি মুখের মাধ্যমে দেবী দুর্গাকে দেবালয়ে (স্বর্গে) স্বামীর বাড়ী অর্থাৎ কৈলাসে গমনের জন্য বিদায় দেওয়া হয় দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে। কযরা উপজেলার অধিকাংশ দুর্গা পূজা নদীর সন্নিকটের সংঘটিত হয়েছে বিধায় এসমস্ত মন্দিরের প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। 

শাস্ত্রমতে, বিজয়া দশমীর দু’টি তাৎপর্য। একটি দেবী দুর্গার বিজয় অন্যটি রামচন্দ্রের বিজয়। রামায়ণ থেকে জানা যায়, রাবণ সীতাকে হরণ করলে আশ্বিন মাসের শুক্লা দশমীতে শ্রীরাম রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন। অনুরূপভাবে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন এই শুক্লা দশমীতে। তাই এই দিনকে বিজয় দশমী বলা হয়। মহা বিজয় দশমী তিথি ধর্মীয় নানা মাঙ্গলিক আচারানুষ্ঠান ও ভক্তদের অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে রোববার সকালে সম্পন্ন হয়েছে। এছাড়া কয়রা শ্রীশ্রী সনাতন ধর্ম মন্দির সহ উপজেলার ৫৬টি মন্দির  দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।





আর্কাইভ