সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে পূজা অনুষ্ঠিত হয় ও সোমবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজা শেষ হয়েছে।
উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়। প্রায় ২ শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। রাত ১২ টার পরে শ্যামা পূজা শুরু হয় ও ভোর বেলা পূজায় মন্ডপে পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়।পাইকগাছা উপজেলার পৌর সদর, নতুন বাজার, বাজার খোলা, কপিলমুনিসহ বিভিন্ন ইউনিয়ানে শ্যামপূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শ্যামাপূজা সমাপ্তি হয়েছে।