সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পাইকগাছায় অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পাইকগাছায় নবম শ্রেনী ছাত্রী (১৫) অপহরণের অভিযোগে মহিন সরদার (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার চাঁদখালীতে। এ ছাড়া ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকালে মহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজিত ঘোষ জানান, গত ২৯ নভেম্বর চাঁদখালী ইউনিয়নের চক কাউলী গ্রামের পিচের রাস্তার উপর থেকে তাকে অপহরণ করা হয়। ওই দিনই মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করে। পরে প্রযুক্তি ব্যবহার করে রোববার দুপুরে পৌরর সদর থেকে মেয়েটি উদ্ধার করে মহিন সরদারকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, অপহরণে অভিযুক্ত মহিন সরদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।