রবিবার ● ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মহান বিজয় দিবস পালিত
পাইকগাছায় মহান বিজয় দিবস পালিত
যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পাইকগাছায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শনিবার প্রতুষে ৩১ বার তোপধ্বনি পর শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পাইকগাছা থানা, নৌ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, কমিউনিষ্ট পার্টি, শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রেসক্লাব পাইকগাছা, পাইকগাছা আইনজীবী সমিতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ,সপ্তদ্বীপা সাহিত্য পরিষদমহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, ওসি (অপারেশন) রঞ্জন কুমার, বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, খুলনা ৬ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান, বিএনএমএস মনোনীত দলীয় প্রার্থী ব্যরিষ্টার নেওয়াজ মোরশেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সমীরণ সাধু প্রমুখ। সকাল ৮ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চ পাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠানে ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করেন। সকাল ১১টায় উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বেলা ৩ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিজয় দিবসের সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।