শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » কয়রায় নতুন কারিকুলামরে আওতায় ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
কয়রায় নতুন কারিকুলামরে আওতায় ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ সারা বাংলাদেশের ন্যায় খুলনার কয়রায় ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ১৭ থেকে ২৩ ডিসেম্বর ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর, শনিবার দুপুর আড়াই টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সভাপতি জিএম মহসিন রেজা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ডঃ চয়ন কুমার রায়, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, অধ্যক্ষ ইউনুস আলী, প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, প্রধান শিক্ষক আমির আলী গাইন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচিত্র মণ্ডল, প্রধান শিক্ষক উৎপল সানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুণ কুমার বৈরাগী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ প্রধান শিক্ষকগন, সাংবাদিক বৃন্দ এবং প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী সম্মানিত শিক্ষকগন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উপর উপজেলার সকল হাই স্কুল ও মাদ্রাসার ৬ শত ৫৯ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। “ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন মাধ্যমিক জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি হিসেবে ল্যাবঃ সরকারী স্কুলের অবঃ প্রধান শিক্ষক এমকেএম গোলাম আযম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সুপারভাইজার মোঃ মহসিন আলম, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচিত্র মণ্ডল।
এর আগে প্রশিক্ষণের প্রথম দিন সুযোগ্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন। তিনি বলেন, সরকাররে বভিন্নি সময়ে অনুষ্ঠিত শিক্ষার নতুন কারিকুলামের উপর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের উপজেলার শিক্ষকদের মধো বিকশিত হবে এবং এখান থকেে প্রশিক্ষণ গ্রহণ করে প্রত্যেক শিক্ষক বিদ্যালয়ে অধ্যায়নরত তাদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে শিক্ষার মান বিকশিত করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রগন্য ভূমিকা পালন করবে।