রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা-কয়রার কোন এলাকা অবহেলিত থাকবে না…… রশীদুজ্জামান
পাইকগাছা-কয়রার কোন এলাকা অবহেলিত থাকবে না…… রশীদুজ্জামান
খুলনা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেছেন,দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। এ জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
তিনি বলেন আরও, আমি নির্বাচিত হলে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার কোন এলাকা অবহেলিত থাকবে না। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সুষম উন্নয়ন করা হবে। কেউ রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হবে না। অনিয়ম এবং দুর্নীতিকে কোন প্রকার প্রশ্রয় দেওয়া হবে না। দেশের সবচেয়ে দুর্গম উপকূলীয় এ জনপদের মানুষ নিরাপদে বসবাস করবে। এলাকার উন্নয়নের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।তিনি রোববার বিকালে পাইকগাছা উপজেলার খড়িয়া বীনাপানি মাধ্যমিক বিদ্যালয় মাঠে লস্কর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের জনসভায় এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বিভূতি ভূষণ সানার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, কওছার আলী জোয়াদ্দার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল,আওয়ামী লীগনেতা বিজন বিহারী সরকার, উপাধ্যক্ষ ত্রিদিব মন্ডল, মুরারী মোহন সরকার, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু, একেএম জি আজম,প্রভাষক রেজাউল করিম, কাউন্সিলর কবিতা দাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ,হাসান রুমি, ময়না বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, জহুরুল হক, বারিক গাজী,হামিম সানা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আব্দুর রব, শফিকুল ইসলাম, পরেশ মন্ডল,এসএম আমিনুর রহমান লিটু, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড় ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী প্রমুখ।