সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। ৪ দিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, জন্ম তিথি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম।বড়দিন উপলক্ষে মিশনগুলো প্যাণ্ডেল ও আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। মিশনের রাস্তা ও বসতবাড়ীর আঙ্গিনা আলপনার রঙে রঙিন করে তোলা হয়েছে।উপজেলার বিভিন্ন গীর্জায় উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন হচ্ছে।এতে খুশির আমেজ বিরাজ করছে খ্রীষ্টান ধর্মালম্বীদের মাঝে। উপজেলা সদরের ক্যাথলিক মিশনে ২৫ ডিসেম্বর সোমবার প্রথম প্রহরে খ্রীষ্টযাগের মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করা হয়। পৌরহিত্য করেন রেভা ফাদার শংকর মার্টিন মন্ডল। সকাল ৮টায় খ্রীষ্টযাগ পৌরহিত্য ও সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং রাত ৮ টায় ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গদাইপুরসহ উপজেলার ২৪টি মিশনে বড়দিন উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মিশনগুলোতে ৪ দিন ব্যাপি ধর্মীয় আলোচনা সহ নানা অনুষ্ঠান মালা আয়োজন করা হয়েছে। উপজেলার ক্যাথলিক ও ব্যাপটিষ্ট সহ প্রতিটি চার্জ এ সরকারিভাবে ৫শ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানিয়েছেন।বড়দিন উপলক্ষে মিশনগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।