সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » নড়াইলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত
নড়াইলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল; নড়াইলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষে সনদপত্র, জার্সি ও ফুটবল প্রদান করা হয়।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন-বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্নু, শাহরিয়ার পারভেজ উজ্জ্বল, পিকুল চৌধুরীসহ অনেকে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় নড়াইল সদর উপজেলায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ বাছাই প্রতিযোগিতা এবং মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের খেলার উপকরণ ছাড়াও খাবার এবং যাতায়াত খরচ প্রদান করা হয়।