বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত-৩৯
পাইকগাছায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত-৩৯
পাইকগাছায় শান্তিপূর্ণ ভাবে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭টি পরীক্ষা কেন্দ্র, ৩টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ২,৯৫৫ জন পরীক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করেন ২,৯১৬ জনেএর মধ্যে অনুপস্থিত ছিল ৩৯ পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা জানান।
পরীক্ষায় দায়িত্বরত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান জানান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-৩৪৮ জনের মধ্যে অনুপস্থিত-১ জন। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী জানান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে- ২৭৫ জনের মধ্যে অনুপস্থিত ২ জন। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট কেন্দ্রে- ৫৩৩ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন জানান, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৪ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। আবুল কালাম আজাদ জানান, গড়ইখালী কেন্দ্রে ৩৯৭জনের মধ্যে অনুপস্থিত ছিল ২ জন। নাহিদ মল্লিক জানান, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৬১ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝংকর কুমার ঢালী জানান, পাইকগাছা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৮৩ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন। সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ জানান, হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৮৮র মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা জিএম জাকারিয়া জানান,পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ভোকেশনাল কেন্দ্রে ১২৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন।