বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় নান্দনিক শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন
পাইকগাছায় নান্দনিক শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে কংক্রিটের তৈরি শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। তবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার না থাকায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিলে কলাগাছ বা ইট দিয়ে মিনার তৈরি করেন। ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরির মাধ্যমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
তখন পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এক ব্যাতিক্রমী শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করেছে নান্দনিক এই শহিদ মিনার।রঙ্গিন কাগজ দিয়ে তৈরি নান্দনিক এই শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে এলাকাবাসীর নজর কেড়েছে শিক্ষার্থীরা।পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নির্মাণ কাজ চলমান রয়েছে,শহিদ মিনার এখনও তৈরি করা হয়নি।