বৃহস্পতিবার ● ২৩ জুন ২০১৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কয়রায় কমিউনিটি ক্লিনিক গুলোর বেহাল দশা
কয়রায় কমিউনিটি ক্লিনিক গুলোর বেহাল দশা
শাহাবাজ কয়রা থেকেঃ কয়রায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ৯০ দশকে গ্রামের মানুষের দোর গড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্থাপিত হয় কমিউনিটি ক্লিনিক। র্দীঘ এক যুগের ও বেশী সময় পরিত্যক্ত থাকা অবস্থায় এখন গরু-ছাগল আর বখাটেদের তাসের আড্ডাস্থলে পরিনত হয়েছে।প্রসুতি সেবা ও পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রনে তৎকালীন সরকার ২কক্ষ বিশিষ্ট অত্যাধুনিক মানের এই কমিউনিটি ক্লিনিক তৈরী করেন। প্রয়োজনীয় লোক বলের অভাবে ৩/৪ বছর চলার পর ক্লিনিকের কার্য্যক্রম বন্দ হয়ে যায়।২০০৭ সালের সিডর,২০০৯ সালের আইলায় এসমস্ত ক্লিনিকগুলো বিধস্ত হলে সংস্কারের অভাবে ভবন গুলো ব্যবহারের অনুপযোগী হয়। ২০১১ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এসে জনবল নিযোগ দেয়। সরকারের ঘোষনা বাস্তবায়নের জন্য ২৬ রকমের ঔষধ বিনামূল্যে মানুষের মাঝে বিতরন শুরু করে। এখন ক্লিনিকে ডাক্তার আছে,ঔষধ আছে শুধু ভবনগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। ক্লিনিকের পাশে একটি বাড়ীর বারান্দায় বসে স্থানীয় রোগীদের সেবা প্রদান করেন। খোজ নিয়ে জানা গেছে সামান্য বৃষ্টিতে এসমস্ত ঔষধ ভিজে অকেজো হয়ে যাচ্ছে অথচ দেখার কেউ নেই স্থানীয় চেয়ারম্যান জি এম আব্দুল্লাহ আল মামুন লাভলু জানান এবিষয় তার কাছে অভিযোগ এসেছে এবং তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে ক্লিনিকটি মেরামত করে জরুরী ভিত্তিতে চালু করার ব্যবস্থা করবেন। তবে এবিষয় উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ সুজাতের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলেও পাওয়া যায় নি। তবে স্থানীয় জনগনের দাবী যতদ্রুত সম্ভব ক্লিনিক সংস্কার করে স্বাস্থ্য সেবা মানুষের দোর গড়ায় পৌছানোর দাবী জানান।