সোমবার ● ১১ মার্চ ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় সোমবার সকালে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট ম্যাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ- এই স্লোগানকে সামনে রেখে এই বিতর্ক প্রতিযোগিতা ও সাইকেল র্যালীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গোপাললক্ষী মাধ্যমিক বিদ্যালয় ও বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সাইকেল র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আয়ুব আলী, ইউপি সদস্য জনাব রবিউল ইসলাম এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য ফতেমা বেগম।
দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে নারীদের জন্য বিনিয়োগ অপরিহার্য শিরোনামে বিতর্কের পক্ষে অবস্থান করে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে অবস্থান করে গাবুরা গোপাললক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক দল। বিতর্ক সঞ্চালনা করেন লিডার্স এর প্রজেক্ট কোঅর্ডিনেটর জনাব মো. আরিফুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন, লিডার্সের মনিটরিং অফিসার জনাব মো: বেলাল হোসাইন ও স্কুলের শিক্ষক জনাব সুমির বিশ্বাস। বিতর্কে চ্যাম্পিয়ন হয় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও একই স্কুলের শিক্ষার্থী সামিয়া আক্তার নেহা সেরা বিতার্কিক নির্বাচিত হয়।
অনুষ্ঠান শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়