মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে গ্রামীণ নারীদের ১৫ দিনব্যাপী দর্জি প্রশিক্ষণ শুরু
শ্যামনগরে গ্রামীণ নারীদের ১৫ দিনব্যাপী দর্জি প্রশিক্ষণ শুরু
দক্ষিণ-পশ্চিম উপকূলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এম্বাসী অব সুইডেনের সহযোগিতায় লিডার্স-এর ‘ক্রিয়া’ প্রকল্পের অধীনে দর্জি প্রশিক্ষণ শুরু হয়েছে। মোঙ্গলবার সকালে গাবুরার চকবারা উকীল বাড়ি ভেন্যুতে ১৫দিন ব্যাপী দর্জি প্রশিক্ষণ উদ্বোধন করেন গাবুরা ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সভাপতি মাস্টার আব্দুল মান্নান। প্রশিক্ষণ প্রদান করছেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তালিকাভুক্ত প্রশিক্ষক রীনা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়ক মো. আরিফুর রহমান, প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা ও ফিল্ড ফ্যাসিলিটেটর কে.এম. আকতার হোসেন। প্রশিক্ষণে দুই ইউনিয়নের ১০ জন নারী অংশগ্রহণ করেছেন।