বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কৃষি » মাগুরায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু
মাগুরায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু
মাগুরা প্রতিনিধি : “প্রাণী সম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে । গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মাগুরা ।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রাণি সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ,সদও উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মিহির কান্তি বিশ্বাস। এ অনুষ্ঠানে ৩০টি স্টল অংশ নিয়েছে। এ স্টল গুলোতে উপজেলার বিভিন্ন খামারীদের গরু,ছাগল,দেশি মুরগী,কবুতর,পাখি,বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়। প্রাণি সম্পদ সেবা সপ্তাহে উপজেলার প্রায় শতাধিক খামারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলার খামারীদের উদ্ধুদ্ধকরণ,খামারের প্রাণীদের লালন-পালন,যতœ,রোগ,প্রতিরোধ নিয়ে পরামর্শ প্রদান করা হয় ।