সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » পাইকগাছার গদাইপুর ইউনিয়নে টিসিবি পন্য বিক্রয়
পাইকগাছার গদাইপুর ইউনিয়নে টিসিবি পন্য বিক্রয়
খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নেটিসিবি পন্য বিক্রয় করা হয়েছে। সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে চাল, ডাল, সয়াবিন তেল ও চিনি বিক্রয় করা হয়ে। নারী ও পুরুষের পৃথক লাইনে দাঁড়িয়ে এসকল পন্য সামগ্রী ক্রয় করতে দেখা যায়। পন্য বিক্রয়ের দায়িত্বে ছিলেন টিসিবি ডিলার মেসার্স সানায়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শেখ সেলিম সিদ্দিক। টিসিবি পন্য বিক্রয়ের গদাইপুর ট্যাগ অফিসার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন বলেন, ১৫৪৭টি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মাঝে টিসিবি পন্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। প্রতিটি পরিবার ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল পেয়েছেন। এর জন্য প্রত্যেক পরিবারকে ৫৪০ টাকা মূল্য পরিশোধ করতে হয়েছে। শান্তিপূর্ণভাবে পন্য সামগ্রী বিক্রয় করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।