বুধবার ● ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » কয়রায় অস্ত্র গুলি বোমাসহ ৪ জঙ্গি আটক
কয়রায় অস্ত্র গুলি বোমাসহ ৪ জঙ্গি আটক
কয়রা প্রতিনিধিঃ কয়রা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র গুলি বোমা সহ ৪জন কওমী মাদ্রাসার ছাত্রকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দঃবেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের ইদ্রিস গাজীর বাড়ী থেকে আটককৃতরা হলেন, আলমগীর ওরফে জুবায়ের(২৮), রাজিব ওরফে রাকিব(২৩),তানভীর(১৮) ও ফয়সাল ওরফে আলামিন(২৫)।আটককৃত ফয়সাল ও তানভীরের বাড়ী পাইকগাছা থানায় এবং আলমগীরের বাড়ী যশোরের কেশবপুরে ও রাজিবের বাড়ী ডুমুরিয়া থানার মিকসিমিল গ্রামে। আটক ৪জনের কাছ থেকে ১টি শাটারগান, ৪রাউন্ড গুলি,৫টি হাত বোমা ও ৩টি জিহাদী বই পাওয়া গেছে। পুলিশ জানায় আটককৃতরা ঐ এলাকায় নাশকতা সৃষ্টিসহ গুপ্ত হত্যার প্রস্তুতি নিচ্ছিল।সুত্র জানায় আটক ৪ যুবক বিভিন্ন কওমী মাদ্রাসার ছাত্র এবং ছাত্র শিবিরের সদস্য ছিল।কিন্তু সম্প্রতি তারা আনছারুল্লাহ বাংলা টিমের সদস্য হয়ে প্রশিক্ষন নিয়েছেন এবং পুলিশের অভিযানের কারনে কয়রার প্রত্যান্ত এলাকায় আশ্রয় নিয়েছে।পুলিশ জানায় বুধবার আটক ৪জনকে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড চাইলে আদালত তা মন্জুর করেন।এছাড়া আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র,তথ্য ও প্রযুক্তি এবং সন্ত্রাস দমন আইনে পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে।কয়রা থানার ওসি শেখ শমসের আলী জানান, আটককৃতদের কাছে পাওয়া ১টি মোবাইল ফোনে ব্লগরদের হত্যার ছবি, আনছারুল্লাহ বাহিণীর বিভিন্ন কর্মকান্ডের ভিডিওচিত্র পাওয়া গেছে এবং আটক ৪ যুবক ইদ্রিস গাজীর বন্ধু।