বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ার মাগুরাঘোনায় মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে ৫স্কুলছাত্র ছাত্রলীগ কর্মী
ডুমুরিয়ার মাগুরাঘোনায় মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে ৫স্কুলছাত্র ছাত্রলীগ কর্মী
ডুমুরিয়া প্রতিনিধি ঃ ডুমুরিয়ার মাগুরাঘোনায় মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে ৫স্কুলছাত্র ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় পর বর্তমানে তারা স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারছে না। মামলার ভয়ে বাড়ি ছাড়া হওয়ায় তাদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম প্রায়।
মামলার বিবরণে জানাযায়,গত ৬সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ডুমুরিয়া উপজেলার ঘোষড়া গ্রামের মুনছুর শেখের পুত্র ইমন কবির (৯) বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। এ সময় আসাদুজ্জামান মিনু ও কামরুজ্জামান টুকুর ভাগ্নে সুমন ইমনকে দাঁড়াতে বলে এবং জানতে চাই সে তার কাঁচের গুলি চুরি করেছে কিনা। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। আর এ হাতাহাতির ঘটনাকে পুঁজি করে কেরামত শেখের পুত্র মুনছুর আলী শেখ পূর্ব শত্র“তার জের ধরে বা প্রতিহিংসার বশবর্তী হয়ে উক্ত স্থানে উপস্থিত না থাকার পরেও ৭জনকে আসামী করে খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এদের মধ্যে ৫জন স্কুলছাত্র। তারা এখন হয়রানীমূলক মামলার আসামী হয়ে স্কুল কলেজ বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে তাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম প্রায়। এ মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন ডুমুরিয়া উপজেলার ঘোষড়া গ্রামের মৃত কাদের মোড়লের পুত্র আসাদুজ্জামান মিনু ও কামরুজ্জামান টুকু,মাহাবুর সরদারের পুত্র রেজওয়ান সরদার,কাসেম সরদারের পুত্র সাজু সরদার,আব্দুল গফফার মোড়লের পুত্র মফিজুর রহমান বাপ্পী,হাবিবুর সরদারের পুত্র জাহাঙ্গীর সরদার,আব্দুল গনি সরদারের পুত্র মুকুল সরদার। এদের মধ্যে রেজওয়ান,সাজু,মফিজুর ও জাহাঙ্গীরের বয়স ২০বছরের নিচে। এরা সবাই স্কুলের নিয়মিত যায় এবং ভাল ছাত্র। কিন্তু দুঃখের বিষয় হল মারামারির ঘটনায় উপস্থিত না থেকেও তারা আজ পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। তাই এলাকার সচেতন মহলের প্রাণের দাবি যতদ্রুত সম্ভব ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা থেকে তাদেরকে রেহাই দেয়া হোক। তা না হলে অচিরেই এই সম্ভাবনাময় ছাত্ররা ঝরে পড়বে এতে কোন সন্দেহ নেই। এ ব্যাপারে মামলার বাদী মুনছুৃর শেখের বাড়িতে গিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।