শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় বাংলাদেশ মহিলা পরিষদের সম্মেলন; কাজী লাবনী জামান সভাপতি :পাপিয়া খন্দকার সাধারণ সম্পাদক
মাগুরায় বাংলাদেশ মহিলা পরিষদের সম্মেলন; কাজী লাবনী জামান সভাপতি :পাপিয়া খন্দকার সাধারণ সম্পাদক
মাগুরা প্রতিনিধি : ‘পরিবার সমাজ ও রাষ্ট্রে নারীর সম অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে ‘ এই স্লোগান নিয়ে মাগুরায় পঞ্চম জেলা সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা। শুক্রবার সকাল ১০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালির মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। পরে স্থানীয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মেলন পর্ব শেষ হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট দেবাহুতি চক্রবর্তী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রিনা আহমেদ, বিভাগীয় সংগঠক লাইলী নাহার, কেন্দ্রীয় কমিটির সদস্য লিপিকা দত্তসহ অন্যরা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট গোলাম আম্বিয়া,মাগুরা আদশ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক খান আফজাল হোসেন জাহাঙ্গীর,নান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আনিছুর রহমান,সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান প্রমুখ ।
সম্মেলন থেকে সার্বজনীন পারিবারিক আইন নিশ্চিত করা, অর্থনীতিতে নারীর অধিকারের স্বীকৃতি, কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য রোধ , নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধসহ নানা দাবী তুলে ধরা হয়। দুপুরে সম্মেলন বিগত কমিটির সাংগঠনিক কাযক্রমের নানা দিক তুলে ধরে রাখেন নির্বাহী কমিটির সদস্যরা । শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাজী লাবনী জামানকে সভাপতি ও পাপিয়া খন্দকারকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পড়ানো হয় । সম্মেলনে জেলা শাখার সাধারণ শতাধিক সাধারণ সদস্য,সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন ।