শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় তীর্থ হত্যার মুল আসামী আটক; মোটর সাইকেল উদ্ধার
মাগুরায় তীর্থ হত্যার মুল আসামী আটক; মোটর সাইকেল উদ্ধার
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মুল আসামীকে আটক করেছে মাগুরা জেলা পুলিশ । আটক হওয়া যুবকের নাম তাইহান ইসলাম আমান (২১) । আটক আমানের বাড়ি মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সদর হাসপাতাল পাড়ার জিয়াউল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার বিকালে সদরের কাশিনাথপুর গ্রামের আনিসুর রহমান মধুর বসতবাড়ি থেকে তাকে আটক করা হয় । এ সময় নিহত রুদ্রর ব্যবহৃত একটি বাজাজ ডিসকভার-১২৫ মডেলের মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ ।
মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ) এস এম মোবাশে^র হোসেন শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, গত ১ জুলাই সোমবার ভোরে আল-আমিন মাদ্রাসা ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে তীর্থ রুদ্র নামে এক যুবকের লাশ উদ্ধার করে । এ সময় একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় । এ বিষয়ে ভিকটিক মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করে । তীর্থ হত্যার পর থেকেই মাগুরা পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে । এ অভিযানের ভিত্তিতে শুক্রবার গোপন সংবাদ পেয়ে সদরের কাশিনাথপুর গ্রামের আনিসুর রহমান মধুর বসতবাড়ি থেকে এ মামলার মুল আসামী তাইহান ইসলাম আমান (২১) তাকে আটক করতে সক্ষম হয় । এ সময় ঐ বাড়ির একটি পুরানো টিনের রান্না ঘর থেকে উদ্ধার করা হয় বাজাজ ডিসকভার-১২৫ মডেলের উদ্ধার করা হয় । পরে আসামীকে নিয়ে ঐ সময় পুলিশ শহরের খান পাড়ার কাচাঁ বাজার এলাকা থেকে হত্যায় মোটর সাইকেলের নম্বর প্লেটটি উদ্ধার করা হয় । মোটর সাইকেলের ব্যবহৃত প্লেট নম্বরটি মাগুরা-হ ১২-৭৮৪৮ । তিনি আরো জানান, এ হত্যার সাথে আরো কারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে । আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই এ হত্যার সাথে জড়িত সব আসামীদের পুলিশ আটক করতে সক্ষম হবে ।
উল্লেখ্য,মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব দোয়ার পাড় এলাকায় আল-আমীন টাস্ট্র দাখিল মাদরাসার পশ্চিম পাশের পুকুর পাড়ে থেকে গতকাল মঙ্গলবার সকালে তীর্থ রুদ্র (১৮ ) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত তীর্থ রুদ্র পৌরসভার নান্দুয়ালী এলাকার নিমাই চন্দ্র রুদ্রের ছেলে । সে এবার মাগুরা আদশ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিল ।