শনিবার ● ৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জলাবদ্ধতা ; যাত্রীদের ভোগান্তি
মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জলাবদ্ধতা ; যাত্রীদের ভোগান্তি
মাগুরা প্রতিনিধি : কয়েক দিন ধরে আষাঢ়ের বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা কেন্দ্রীয় টার্মিনাল চত্বর জুড়েই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকার ফলে টার্মিনাল চত্বরে জমছে পানি । এ কারণে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা । এ টার্মিনাল থেকে ঢাকা,চট্রগ্রাম,বরিশাল,পাবনা,কুষ্টিয়া,বগুড়া,খুলনা,যশোর,সাতক্ষীরার যাত্রীরা বেশি চলাচল করে । ঈদ পরবতী সময়ে মাগুরা-ঢাকা,মাগুরা-চট্রগ্রাম রু টে যাত্রীদের চাপ বেশি থাকে । শনিবার সরজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে শহরের কেন্দ্রীয় বাস ট্রামিনাল জলাবদ্ধতায় ভয়াবহ রূপ নিয়েছে। ছোট বড় যানবাহন পড়ছে গর্তে।
পৌর বাস কাউন্টার মালিকরা বলছে, পৌরসভার উদ্দাসিনতায় এমন দুর্ভোগ সাধারণ যাত্রী কাউন্টার মালিকদের। জলাবদ্ধতার কারণে বেশি ভোগান্তিতে পাড়তে হয় দুরপাল্লার যাত্রীদের। ঢাকা যাওয়া উদ্দ্যেশে বাড়ি থেকে বের হলে ইজিবাইক কিম্বা রিকশায় ট্রামিনালে এসে পানিতে পড়ে গিয়ে যাত্রা বিঘিত হচ্ছে। অনেকের হাত,পা পর্যন্ত ভাঙ্গছে।
ঢাকা গামী সবুজ শেখ নামের এক যাত্রী বলেন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশ মুখ মাগুরা। প্রথম শ্রেণির পৌর সভার তালিকায় রয়েছে মাগুরা পৌর সভা। কিন্তু পৌর বাস ট্রামিনালে বেহাল অবস্থা এই জলাবদ্ধতা কারনে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। পৌরসভা ও জনপ্রতিনিধিদের মাগুরা কেন্দ্রীয় বাস ট্রামিনালে সুদিষ্টি দেওয়া উচিত।
গোন্ডেল লাইন যাত্রীবাহি বাসের চালক গোলাম শেখ বলেন, মাগুরায় নতুন এমপি হয়েছে বাসট্রামিনালে জলাবদ্ধতা আমরা এই আশা করি নাই। এখানে বিলাসহুল গাড়ি চলে লোকজন আসে। কোন যাত্রী বসার সুব্যবস্থা নাই। জলাবদ্ধা দেখে মনে বন্যা এইখানেই হয়েছে। আমরা পৌর কতৃপক্ষ ও নতুন এমপি মহদয়ের কাছে প্রত্যাশা করি মাগুরা আর্ন্তজাতিক মানের একটি বাস ট্রামিলনা গড়ে উঠবে। এতে করে সবাই উপকৃত হবে।
মাগুরা পৌর সভার নির্বাহি প্রকৌশলী আহসান বারি বলেন, মাগুরা পৌর বাস ট্রামিনালের জলাবদ্ধার মূল কারণ ড্রেন না থাকা। যে কারনে বৃষ্টি হলেই পানি জমে । দুর্ভোগে থাকে সাধারণ মানুষ। পৌর সভার পক্ষ থেকে ট্রামিনাল সংস্কারে প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করা হবে।