বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাযা । বিচারের দাবীতে শহরে মিছিল
মাগুরায় আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাযা । বিচারের দাবীতে শহরে মিছিল
মাগুরা প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পতনের পর পরই মাগুরা জেলায় চলছে আনন্দের বন্যা । শহরের পাড়া-মহল্লা,চায়ের দোকান,হাট বাজারে চলছে শেখ হাসিনা পতনের নানা সমালোচনা। কেউ আবার মিষ্টি বিতরণ করছেন ,কেউ করছেন বনভোজন। নানা উৎসব আর আমেজে মেতে ছিল মাগুরাবাসী। মঙ্গলবার থেকে স্কুল খোলার কথা বলা হলেও শহরের কোন স্কুলে শিক্ষার্থী উপস্থিতি ছিল না বললেই চলে। সরজমিন বিভিন্ন স্কুলে গিয়ে দখা যায় এ চিত্র । বেলা বাড়ার সাথে শহরের সাধারণ মানুষের চলাচল ছিল স্বাভাবিক। চলেছে যানবাহন কিন্তু শহরের ব্যবসায়ীরা কোন দোকান-পাট খোলেনি। সরকারি অফিস,ব্যাংক,বীমা,সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম স্বাভাবিক থাকলেও মানষের উপস্থিতি কম দেখা গেছে । মঙ্গলবার সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহরের ভায়না মোড়ে আন্দোলনে মৃত্যুবরণকারী শিক্ষার্থী গায়েবানা জানাযার আয়োজন করে। পরে ছাত্র,জনতার সম্বয়নে শহরে বিজয় মিছিল বের হয়। মিছিলে শিশু,কিশোর,নারী, সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি শহরের ঢাকা রোড,ভায়না মোড়,কলেজ রোড,আতর আলী রোড প্রদক্ষিণ করে। মিছিলে সবাই আন্দোলনে নিহত ছাত্রদের বিচার দাবী করে শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১২টায় শহরের বিজয় মিছিল নিয়ে বের হয় বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ । মিছিলটি স্টেডিয়াম গেট থেক বের হয়ে শহরের ভায়না মোড় প্রদক্ষিণ শেষে সমাবেশ করে । দুপুর সাড়ে ৩ টায় শহরের ভায়না মোড় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তবে সমাবেশ করে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ । সমাবেশ শেষে তারা একটি বিজয় মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে,শহরের বিভিন্ন ব্যবসায়ী অভিযোগ করে বলেন,শেখ হাসিনার পদত্যাগে সোমবার বিকালে শহরের বিভিন্ন হোটেল, রেস্তরা ও দোকানে হামলা ও লুটপাতের ঘটনায় তারা আতঙ্কে আছেন । আবার হামলার ঐদিন রাতে ভয়ে অনেকে তার বিপনি বিতান পাহারায় থেকেছেন। মঙ্গলবার শহরের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ । বন্ধ ছিল শহরের সুপার মার্কেট,বেবী প্লাজা,নুরজাহান প্লাজাসহ বিভিন্ন মার্কেট।
অন্যদিকে,শহরের নতুন বাজার,সাতদোহা,তাতীপাড়া,বদ্দি বাড়ির হিন্দু সম্প্রদায়ের মানুষ হামলা লুটপাতের ভয়ে আতঙ্কে রয়েছেন। সোমবার বিকালে হাসিনা পতনের পর পরই শহরের নতুন বাজারের সাহা পাড়া,বদ্দি বাড়ির বিভিন্ন সংখ্যলঘুদের বাড়িতে চলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন,আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি । বাড়িত হামলা ও লুটপাতের ভয়ে রাতে ঘুমাতে পারছি না । আমাদের কেউ নেই,আমরা কার কাছে যাব ।