বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও জায়গা- জমি দখলসহ সকল অত্যাচারের বিরুদ্ধে পাইকগাছায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ আয়োজিত উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়িতে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সমাবেত হয়। দুপুরে বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে একটি প্রতিবাদ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় বক্তারা বর্তমান অন্তবর্তীকালিন সরকারের নিকট সংখ্যালঘু অধিকার সংরক্ষণ আইন সহ ৮ দফা দাবি তুলে ধরেন এবং বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ এর সমন্বয়করা ও ক্ষতিগ্রস্তদের মধ্যে বক্তৃতা করেন, অনিমেষ মন্ডল, অ্যাড. শিবু প্রসাদ সরকার, প্রধান শিক্ষক সুকৃতি মোহন, বিরাজ মন্ডল, তপোষ ঘোষ, ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, শ্রীমৎ ধ্রুব রঞ্জন সাধু, কনক চন্দ্র সরকার, রবীন কর্মকার, বিধান চন্দ্র মন্ডল, আশীষ কুমার দত্ত, সাধন দেবনাথ, সুপ্রসাদ সরকার, সাবেক ইউপি সদস্য প্রীতিলতা বিশ্বাস, সুভাষ মন্ডল, বিভূতি ভূষণ, প্রশান্ত সরকার, জগন্নাথ মন্ডল, অসীম ও মিলন রায় চৌধুরী, রঞ্জন, বাপ্পা ব্যানার্জি, শ্যামসুন্দর মন্ডল, আশুতোষ সরকার, কবিন্দ্র রায়, প্রশান্ত মন্ডল, জয় সরকার, সুদীপ দাশ প্রমুখ। এসময় কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করতে সহায়তা করায় শিক্ষার্থীদের, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকেরা।