রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ সম্পন্ন
পাইকগাছায় সচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ সম্পন্ন
পাইকগাছায় বাংলাদেশ সরকার কর্তৃক খাদ্য বান্ধব ন্যায্য মূল্য চাউল বিক্রয়ের ডিলার নিয়োগ উন্মুক্ত লটারির মধ্যে দিয়ে সচ্ছতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হয়েছে। ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা অফিসার অনাথ কুমার দাশ, খাদ্য পরিদর্শক শেখ হাবিবুর রহমান, দেবপ্রসাদ দাশ, জিএম শাহাদুজ্জামান (বাবু), প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ডিলার নিয়োগ প্রাপ্তির জন্য আবেদনকারিরা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ। গত ৪ সেপ্টেম্বর উপজেলা খাদ্য অফিস কর্তৃক উপজেলার ১০ টি ইউনিয়নে সরকারি মূল্যে চাউল বিক্রয়ের জন্য ডিলার নিয়োগের আহবান জানানো হয়। এরই প্রেক্ষিতে ১০ ইউনিয়ন থেকে মোট ১৩৯জন ডিলার নিয়োগ পাইবার নিমিত্তে আবেদন করেন। তারই ধারাবাহিকতায় রবিবার সকল আবেদনকারীর উপস্থিতিতে যাচাই-বাছাই ও উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২৫ জন ডিলারকে চুড়ান্ত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়নে মোট তের হাজার একশত ২৩ জন উপকারভোগী ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাউল উত্তোলন করতে পারবে।