শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

SW News24
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » লাইফস্টাইল » ৫০ বছর ধরে হুক্কোর সাথে সংগ্রাম সাত্তারের
প্রথম পাতা » লাইফস্টাইল » ৫০ বছর ধরে হুক্কোর সাথে সংগ্রাম সাত্তারের
৬৮ বার পঠিত
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫০ বছর ধরে হুক্কোর সাথে সংগ্রাম সাত্তারের

---
শাহীন আলম তুহিন.মাগুরা থেকে : নারকেলের আচা থেকে হুক্কো তৈরি করে প্রায় ৫০ বছর জীবিকা নির্বাহ করছেন শ্রীপুরের নাকোল গ্রামের খান পাড়ার আব্দুস সাত্তার (৬৫) । বাপ-দাদার এ পেশাকে টিকিয়ে রাখতে আব্দুর সাত্তারের অনেক সংগ্রাম করতে হয়েছে । নিজের কোন জমি না থাকাতে নানা আর্থিক সংকটের মধ্যে থেকে তাকে এ পেশা বাঁচিয়ে রাখতে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে । নিজের বাড়ি সাড়ে ৫ শতকের উপর । সেখানে বৃদ্ধ মা জরিনা খাতুন (৭২) ,৪ মেয়ে ও ৩ ছেলেকে নিয়ে তার সংসার । অতীতে গ্রামাঞ্চলের মানুষেরা এই হুক্কো খেত । সারাদিন কাজের পাশাপাশি সাধারণ মানুষ,কৃষক,শ্রমিকসহ নানা বয়সি মানুষ এ হুক্কো খেয়ে শান্তি পেত । প্রাচীনকালে রাজা বাদশারাও এ হুক্কো খেত । হুক্কো শরীরের জন্য খুবই উপকার । হুক্কোর ধোয়া শরীরে প্রবেশ করে না ফলে এটি শরীরের জন্য ভালো বলে অনেকে বলে থাকেন।
হুক্কোর কারিগর আব্দুর সাত্তার জানান,এটা আমার বাপ দাদার পেশা । এ পেশাকে টিকিয়ে রাখতে আমাকে এখনো অনেক সংগ্রাম করতে হয়েছে । হুক্কোর মুল উপকরণ নারকেলের আচা । বর্তমানে গ্রামাঞ্চলেরও নাররেল সংকট থাকার কারণে  হুক্কো তৈরি করতে সংকট দেখা দিচ্ছে । বর্তমানে ১ শত নারকেলের দাম ৭ হাজার টাকা । পূর্বে আমরা ১শ’ নারকেল ৪-৫ হাজার টাকায় কিনতাম । কিন্তু বর্তমানে নারকেলের দাম বেড়ে যাওয়ায় হুক্কো তৈরি করতে সমস্যা হচ্ছে । নারকেল আমি বিভিন্ন গ্রামের গিয়ে সংগ্রহ করি । নারকেলে সংগ্রহের পর নারকেল ভেঙে আচা বের করা হয় তারপর আচাটি ভালো করে চেচে তা রোদে শুকাতে হয় । হুক্কোর মাথার যে কাঠের নৈচে লাগানো হয় সেটা ২০ টাকা কওে প্রতি পিচ কেনা হয় । হুক্কো তৈরিতে প্রথমে আচার সাহায্যে মাটির কোলকে তার মাথায় মাটির নৈচে লাগানো হয় । এভাবে তৈরি হয় হুক্কো । তারা হুক্কো খায় তারা প্রথমে হুক্কোর ভিতর পানি দেওয়া হয় । তারপর কোলকের মধ্যে খেজুরের ঝোল গুড় দিয়ে তামাক তৈরি হয় । তারপর হুক্কো আস্তে আস্তে মুখ দিয়ে টেনে খেতে হয় ।
তিনি আরো জানান, প্রতিদিন ২০ থেকে ৩০ টি হুক্কো তৈরি করতে পারি । এ হুক্কো মাগুরাসহ নড়াইল,ঝিনাইদহ,কুষ্টিয়ার লালনের আকড়া,ফরিদপুর,রাজবাড়ির মহাজন কাছে বিক্রি করি । ১শ’পিচ হুক্কো পাইকেরি বিক্রি হয় ১২ হাজার থেকে ১৩ হ্জার টাকায় । প্রতি পিচ হুক্কো ২শ’ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি হয় । ১৯৭৪,৭৫ সালে আমি এ হুক্কো বিক্রি করেছিলাম ১ টাকা দেড় টাকায় । তার ৮০ সালের পর ৫ টাকায় । ৯০ সালের পর তা বেড়ে ২৫ টাকা ৩০ টাকায়,২ হাজার সালে ৫০ থেকে ৭০ টাকায় ও বর্তমানে ২শ’ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি করছি । এ পেশাকে টিকিয়ে রাখতে আমাদের অনেক পুঁিজ প্রয়োজন কিন্তু আমরা কোন পুঁজি নেই । ফলে প্রাচীন এ শিল্পটি যদি হারিয়ে যায় তাহলে আমাদেও অনেক কিছু হারিয়ে যাচ্ছে । তাই বর্তমান সরকারের প্রতি আহবান আমাদের লোন দিয়ে এ প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে জোর দাবী রাখছি ।
স্থানীয় নাকোল গ্রামের ইকবাল খান জানান,সাত্তার চাচা হুক্কোর সাথে প্রায় ৫০ বছর ধওে সংগ্রাম করছেন । এ শিল্প এখন হারিয়ে যাচ্ছে । জেলায় এ পেশার সাথে খুবই কম লোক জড়িত । সারাদেশে হাতে গোনা অল্প সংখক শ্রমিকই এ পেশার সাথে জড়িত। তাই শিল্পকে বাঁিচয়ে রাখতে হবে ।
এ গ্রামের রফিকুল ইসলাম নামে স্থানীয় লেঅক বলেন,সাত্তার ভাই দীর্ঘদিন ধরে এ পেশার সাথে জড়িত । এ পেশায় বর্তমানে তেমন মানুষ দেখা যায় না । তার সংসাওে নানা অভাব অনাটন। বৃদ্ধ মা ও তার সন্তানদেও নিয়ে তার সংসার। হুক্কো এ শিল্পটি অতি প্রাচীন। আগে রাজা-বাদশাসহ গ্রামের অধিকাংশ মানুষের একমাত্র অবলম্বন ছিল এ হুক্কো। তার শিল্পকে বাচিঁয়ে রাখতে হবে। এ জন্য যথাযথ কতৃপক্ষকে এগিয়ে আসা খুবই জরুরি।





লাইফস্টাইল এর আরও খবর

কাজের অভাবে পাইকগাছা থেকে হাজার হাজার শ্রমিক ইট ভাটায় রওনা দিচ্ছে কাজের অভাবে পাইকগাছা থেকে হাজার হাজার শ্রমিক ইট ভাটায় রওনা দিচ্ছে
কয়রায় আইসিডি’র সহায়তায় স্বপ্ন পূরণ হতে চলেছে বাঘবিধবা হালিমা খাতুনের কয়রায় আইসিডি’র সহায়তায় স্বপ্ন পূরণ হতে চলেছে বাঘবিধবা হালিমা খাতুনের
মাগুরায় গড়াই নদীতে জেলেদের জীবনজীবিকা মাগুরায় গড়াই নদীতে জেলেদের জীবনজীবিকা
কোটা আন্দোলনে পাইকগাছার নিহত মাছ ব্যবসায়ী নবীনূরের স্ত্রী আকলিমা দিশেহারা ! কোটা আন্দোলনে পাইকগাছার নিহত মাছ ব্যবসায়ী নবীনূরের স্ত্রী আকলিমা দিশেহারা !
কখনো বিয়ে না করা নারী ২১.৭ পুরুষ ৩৫.৮ শতাংশ কখনো বিয়ে না করা নারী ২১.৭ পুরুষ ৩৫.৮ শতাংশ
বনবিবির উদ্যোগে অসহায় গরিব শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ বনবিবির উদ্যোগে অসহায় গরিব শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে চিরবিদায় নিলেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে চিরবিদায় নিলেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী
নড়াইলে ভাসমান বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে আলোচনা সভা নড়াইলে ভাসমান বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে আলোচনা সভা
দেশে গড় আয়ু বেড়েছে, পুরুষের চেয়ে নারীর ২ বছর বেশি দেশে গড় আয়ু বেড়েছে, পুরুষের চেয়ে নারীর ২ বছর বেশি

আর্কাইভ