শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » আশাশুনির চেচুয়ায মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ২ লক্ষ টাকার মাছ বিনষ্ট
আশাশুনির চেচুয়ায মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ২ লক্ষ টাকার মাছ বিনষ্ট
আশাশুনি : আশাশুনির চেচুয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষ টাকার মাছ বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
লিখিত এজাহার সূত্রে জানাগেছে, একই গ্রামের শাহাবুদ্দীন গাজী চেচুয়া বিলে ৪০ শতক জমিতে মৎস্য চাষ করে আসছেন। তার সাথে একই গ্রামের আহম্মদ হালদারের ছেলে ইনছার হালদার, ফকির গাজীর ছেলে জিয়ারুল ও মৃত. মাদার গাজীর ছেলে নাছির গাজী শত্রুতা করে দীর্ঘদিন ক্ষয়ক্ষতি করতে থাকে। তখন বাধ্য হয়ে তিনি একই গ্রামের রমজান গাজীর ছেলে (মামলার বাদী) মইনুর রহমানের কাছে জমি ইজারা প্রদান করেন। মইনুর রহমান তার বাড়ির পাশে হওয়ার ঘেরটি ইজারা নিয়ে ঘেরে মাছ চাষ করছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মইনুরকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেন। গত ১০ অক্টোবর ভোর সাড়ে ৪ টার দিকে মইনুরের স্ত্রী জাইমা খাতুন ঘরের পাশে ঘেরের উত্তর পাশের বাঁধে দাড়িয়ে মাছ দেখছিলেন। তখন প্রতিপক্ষ ঘরের দক্ষিণ পাশে পুকুর পাড় দিয়ে ঘেরে অনাধিকার প্রবেশ করে সন্দেহজনক ভাবে চলাফেরা করতে থাকলে জাইমা হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে তাদেরকে দেখে চোর চোর বলে চিৎকার করলে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষনের মধ্যে ঘেরের গলদা, বাগদা, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছটফট করে মারা যেতে থাকে। স্বামী স্ত্রীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে গিয়ে মাছ মরতে দেখেন। বিষক্রিয়ায় ঘেরে প্রায় দুই লক্ষ টাকার মাছ মারা গেছে। এব্যাপারে ঘের মালিক মইনুর বাদী হয়ে ইনছারসহ ৩ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
থানার এসআই শাখাওয়াত হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থান পরিদর্শন করেছি। অনেক মাছ মরে ভাসছিল। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।