শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বজ্রপাতে নিহত-১ আহত-২
পাইকগাছায় বজ্রপাতে নিহত-১ আহত-২
পাইকগাছায় বজ্রপাতে লাকী বেগম (৪৫)নামে এক গৃহবধু নিহত ও ২জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার লস্কর ইউনিয়নের ওড়াবুনিয়া এলাকায় এ হতাহতে ঘটনা ঘটে। নিহতের পরিবার সুত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ওড়াবুনিয়া নামক স্থানে ভুট্টো কাগুজীর মৎস্য ঘেরে লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মোঃ মোফাজ্জল সরদারের মেয়ে লাকি বেগম (৪৫) ও ওড়াবুনিয়া গ্রামের সন্তোষ ও তার স্ত্রী সুভদ্রা রানী শ্যাওলা উঠানোর দিনমজুরির কাজে করছিলো। এ সময় ভারী বৃষ্টি হচ্ছিল। তারা কাজ ছেড়ে মৎস্য লীজ ঘেরের বাসায় আশ্রয় নেয়। হঠাৎ বজ্রপাতের কারনে লাকী বেগমের শরীরের একাংশ ঝলসে যায় এবং অন্যরা আহত হয়। আহতদের উদ্ধার করে এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল লাকী বেগমকে মৃত ঘোষনা করেন। সন্তোষ সানা ও তার স্ত্রীকে মুমুর্ষ অবস্থায় পাইকগাছা হাসপাতালে আনা হয়। পরবর্তীতে সুভদ্রা রানীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার ওসি (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, বজ্রপাতে ১জনের মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতের সুরোতহাল রিপোর্ট করা হয়েছে। পারিবারিক ভাবে তারা মৃতদেহের দাফন করেছে।