শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

SW News24
শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় বিএনপি নেতা আবু মুছার বিরুদ্ধে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগে সাংবাদিক সম্মেলন
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় বিএনপি নেতা আবু মুছার বিরুদ্ধে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগে সাংবাদিক সম্মেলন
৩০ বার পঠিত
শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিএনপি নেতা আবু মুছার বিরুদ্ধে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগে সাংবাদিক সম্মেলন

--- খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মুছার বিরুদ্ধে হিন্দুদের উপর বিভিন্ন নির্যাতনের প্রতিকার চেয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম গাজী সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আমি ছাত্রজীবন থেকে বিএনপির আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতির সাথে সক্রিয় অংশগ্রহণ করে আসছি। কপিলমুনি কলেজ ছাত্রদলের সভাপতি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ইউনিয়ন যুবদলে সাধারন সম্পাদক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। বর্তমান কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ও থানা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছি।

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন হিন্দু অধ্যুষিত একটি ইউনিয়ন। বিএনপির প্রতিষ্ঠা হতে উক্ত ইউনিয়নে হিন্দুরাই বিএনপিকে উজ্জীবিত করে রেখেছিল। প্রথম বিএনপির লতা ইউনিয়ন কমিটির সভাপতি ছিলেন সাবেক চেয়ারম্যান কিরণ চন্দ্র বিশ্বাস এবং সম্পাদক ছিলেন মনোরঞ্জন রায়। মনোরঞ্জন লতা ইউনিয়ন ছেড়ে পাইকগাছায় বসবাস শুরু ককলে আমাকে উক্ত কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির অধিকাংশ ছিলেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা। বর্তমান কমিটিতে আবু মুছাকে সাধারণ সম্পাদক করায় হিন্দুদেরকে কমিটি থেকে বাদ রেখে মুছাকে লোকদের প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যারা দীর্ঘদিন বিএনপির কমিটিভুক্ত ছিল, আপন ভাইকে একটি মামলার বাদী করে বিএনপির হিন্দু সম্প্রদায়ের লোকদের আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে।

গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হলে মুছার নেতৃত্বে তার আত্মীয়-স্বজন নিয়ে ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার, মদন মোহন মন্ডলদের বাড়ীতে হামলা, লুটপাট, ভাংচুর ও চাঁদা আদায় করা হয়েছে। বিনয় কৃষ্ণ মন্ডলের পুত্র হিরনায় মন্ডল, ঠাকুর দাসের পুত্র প্রশান্ত মন্ডল, ভোলানাথ মন্ডলের পুত্র সমীরণ মন্ডলদের ইউনিয়নের শামুকপোতা বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এছাড়াও কিরণ ঘোষের পুত্র সমরেশ ঘোষ, শুকলালের পুত্র আনন্দ মোহন মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিদাস মাস্টারদের ইউনিয়নের কাঠামারী বাজারের দোকানে লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর করা হয়েছে। এছাড়া অনেক হিন্দুকে আসামী করার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়েছে।

এছাড়া বহিরাগত লীজ ঘের মালিকদের নিকট থেকে চাঁদা আদায় অব্যহত রেখেছে। অনেকে তার অত্যাচার থেকে রেহাই পেতে বিএনপির মহাসচিব বরাবর আবেদন করেছেন বলে সংবাদ সম্মেলনে তিনি বলেন। বর্তমানে মুছার অত্যাচারে যে হিন্দুরা একদিন বিএনপিকে উজ্জীবিত করে রেখেছিল তারা বর্তমানে আতংকিত হয়ে পড়েছে। অনেকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতিসহ আত্মগোপনে রয়েছে। আমি একজন বিএনপির নুন্যতম কর্মী হিসেবে মুছার অত্যাচারে তাদের পাশে যেয়ে দাড়ানোর চেষ্টা করলে আমার উপরেও মুহা বাহিনীর সন্ত্রাসী দ্বারা অত্যাচার, নির্যাতনের শিকার হতে হচ্ছে। উক্ত মুছা শুধু হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন করে ক্ষ্যান্ত হচ্ছে না, সে বিএনপির পদধারী মাসুদ মোল্লা, শহিদ সানা, মনিরুল সরদার, তুহিন হাওলাদার, রুবেল হাওলাদার, জিয়ারুল গাজীসহ অনেকের উপর অত্যাচার-নির্যাতন বাড়িয়ে দিয়েছে।

আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। এসময় উপস্থিত ছিলেন মাসুদ মোল্লা, জিয়ারুল ইসলাম, আবু তুহিন হাওলাদার,  ওমর ফারুক মিঠু, মনিরুল সরদার, আকতার সরদার, রুবেল মির, সহিদ সানা প্রমুখ।





রাজনীতি এর আরও খবর

কয়রায় মহিলা দলের কমিটি গঠন; দিলরুবা মিজান সভাপতি  ও সুরাইয়া সুলতানা সাধারণ সম্পাদক কয়রায় মহিলা দলের কমিটি গঠন; দিলরুবা মিজান সভাপতি ও সুরাইয়া সুলতানা সাধারণ সম্পাদক
পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির গড়ইখালী ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির গড়ইখালী ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা
আশাশুনিতে উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত আশাশুনিতে উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কর্মী সমাবেশ ও শামসুর রহমানের স্মৃতি চারণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কর্মী সমাবেশ ও শামসুর রহমানের স্মৃতি চারণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পাইকগাছায় পৃথক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাইকগাছায় পৃথক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা
আশাশুনিতে বিএনপির জনসভায় আশাশুনিতে বিএনপির জনসভায়
পাইকগাছায় নদী ভাঙ্গন রোধে জিওব্যাগ ফেলার উদ্বোধন করেন জামায়াতঃ নেতা মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছায় নদী ভাঙ্গন রোধে জিওব্যাগ ফেলার উদ্বোধন করেন জামায়াতঃ নেতা মাওলানা আবুল কালাম আজাদ
লোহাগড়ায় একই মঞ্চে বিএনপি জামায়াত খেলাফত মজলিসসহ সুধীজন লোহাগড়ায় একই মঞ্চে বিএনপি জামায়াত খেলাফত মজলিসসহ সুধীজন

আর্কাইভ