শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

SW News24
শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইপগানসহ অস্ত্র তৈরীর কারীগর ইসমাইল আটক
প্রথম পাতা » অপরাধ » পাইপগানসহ অস্ত্র তৈরীর কারীগর ইসমাইল আটক
৩১ বার পঠিত
শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইপগানসহ অস্ত্র তৈরীর কারীগর ইসমাইল আটক

---  সুন্দরবন সংলগ্ন দাকোপ এলাকা থেকে অস্ত্র তৈরীর কারীগর ইসমাইল হোসেন (২৪) কে আটক করেছে মোংলা কোস্টগার্ড। ৮ নভেম্বর শুক্রবার গভীর রাতে তাকে আটক করে কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা। এসময় তার কাছ থেকে দেশীয় একটি পাইপগান উদ্ধার করা হয়। আটক ইসমাইল হোসেন গাজীপুর জেলার দক্ষিণ বাগ থানার আব্দুল আজিজের ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ বলেন, গোপন সংবাদের সুত্রধরে শুক্রবার রাতে সুন্দরবন সংলগ্ন দাকোপের ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা। এসময় তাদের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালাতে গেলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ওয়ান সুটার পাইপগান উদ্ধার করা হয়।
সে একটি লেদ-মেশিনের কারিগর, তার তৈরীকৃত এ অস্ত্রগুলো কোন এক গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্য তিনি তৈরি করেছিল। তার নামে বাগেরহাট জেলার রামপাল থানায় দুটি মামলা রয়েছে বলে জানতে পারে কোস্টগার্ড ।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ।





আর্কাইভ