বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা এজি একাডেমীর শতবর্ষ উৎসবের লগো উন্মোচন
মাগুরা এজি একাডেমীর শতবর্ষ উৎসবের লগো উন্মোচন
মাগুরা প্রতিনিধি : মাগুরা এজি একাডেমীর শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের লগো উন্মোচনকরা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের লগো উন্মোচন করেন। এ সময় আয়োজনের আহবায়ক এ্যাড মো: আহম্মদ হোসেন,সদস্য সচিব শাহেদ হাসান টগর,মাগুরা এজি একাডেমীর প্রধান শিক্ষক মো: জহির হোসেন ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।
আয়োজন কমিটির সদস্য সচিব শাহেদ হাসান টগর বলেন,মাগুরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এজি একাডেমী ইতিমধ্যে শতবর্ষ পূর্ণ করেছে। এ উপলক্ষে বিদ্যালয়ের নতুন ও প্রাত্তন শিক্ষার্থীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে আগামী ২৮ শে ডিসেম্বর শুক্রবার। আমরা আশা রাখি এ উৎসবের নতুন ও প্রাত্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসবে প্রতিষ্ঠানে। এ আয়োজনে থাকবে বর্ণাঢ্য র্যালী ,স্মৃতিচারণ,সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ অনুষ্ঠানের লগো উন্মোচন হলো।অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে নতুন ও প্রাত্তন শিক্ষার্থীরা কাজ করছে । এ উৎসবে আরো থাকবে আলোকসজ্জা। উৎসবকে সামনে রেখে ডিসেম্বর মাসে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করা হবে। রাতে থাকবে বাজি উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও বাইরের খ্যাতিমান শিল্পীরা গান পরিবেশন করবে ।